অভিনেত্রীই হতে চাননি মাধুরী, এতোদিন পর ফাঁস করলেন গোপন ইচ্ছার কথা
Infinix GT 10 Pro
Infinix GT 10 Pro
Nubia Z50S Pro
একের পর এক হিট ছবির সাড়াজাগানো নায়িকা নাকি অভিনেত্রী হতেই চাননি! তা হলে কী হতে চেয়েছিলেন মাধুরী দীক্ষিত?
তাঁর মুক্তঝরা হাসি আজও ঘুম কাড়ে কাশ্মীর থেকে কন্যাকুমারীর। ভক্ত হৃদয়ে তাঁর চিরকালের বাস। অথচ একের পর এক হিট ছবির সাড়াজাগানো নায়িকা নাকি অভিনেত্রী হতেই চাননি!
তা হলে কী হতে চেয়েছিলেন মাধুরী দীক্ষিত? ‘ধক ধক গার্ল’-এর জন্মদিনে খুঁজে দেখা যাক সে কাহিনি।
মাত্র ১৭ বছর বয়সে বলিউডে পা রাখেন মরাঠি পরিবারের সুন্দরী কন্যে। তাপস পালের বিপরীতে ‘অবোধ’ ছবিতে যাত্রা শুরু। সে ছবি চলেনি ঠিকই। কিন্তু নজর কাড়ে মাধুরীর অভিনয়। তার পর ‘তেজাব’!
আর ফিরে তাকাতে হয়নি ‘এক দো তিন গার্লকে’। একে একে ‘রাম লখন’, ‘সাজন’, ‘খলনায়ক’, হাম আপকে হ্যায় কৌন’, ‘দিল তো পাগল হ্যায়’— মাধুরীর স্পর্শে সোনা ফলিয়েছে অজস্র বলিউড ছবি।
তার পরেই আচমকা উধাও নায়িকা। আমেরিকার ব্যস্ত ডাক্তার শ্রীরাম নেনেকে বিয়ে করে বিদেশবাসিনী। স্বামী-পুত্র নিয়ে ঘোরতর সংসারী। দুই ছেলে বড় হওয়ার পরে ফের একটু একটু করে বলিউডে ফিরে আসছেন ।
সেই মাধুরীরই নাকি স্বপ্ন ছিল একেবারে আলাদা। অভিনয়ে আসতেই চাননি কোনও দিন। মাধুরীর নাকি ইচ্ছে ছিল, মাইক্রোবায়োলজি এবং প্যাথলজির দুনিয়াতেই পেশা-জীবন গড়ে তুলবেন।
এক সাক্ষাৎকারে নিজেই তা জানিয়েছেন ওটিটি ছবি ‘ফেম গেম’-এর নায়িকা। বলেছেন, ‘‘খুব কম বয়সে আচমকাই অভিনয়ের সুযোগ আসে। কিন্তু প্রথম ছবির ব্যর্থতায় খানিকটা দমে গিয়েছিলাম।
ভাবছিলাম, সিদ্ধান্তটা কি ঠিক হল? তার পরে মা বোঝায়, যা-ই করি না কেন, পরিশ্রম আর লেগে থাকা ভীষণ জরুরি। সেটাই মাথায় রেখেছি বরাবর। সাফল্যও আমায় হতাশ করেনি।’’