সপ্তাহের যেদিন মেয়েদের রোমান্স করার ইচ্ছা তীব্রতর হয়

Infinix GT 10 Pro

Infinix GT 10 Pro

Nubia Z50S Pro

শারীরিক ঘনিষ্ঠতা নিঃসন্দেহে জীবনের একটি গুরুত্বপূর্ণ বিষয়।  যৌ নতা দু'টি মানুষের সম্পর্কের রসায়নকে দৃঢ় করে।

খিদে পাওয়া, ঘুম পাওয়া যেমন স্বাভাবিক বিষয়, যৌ নতাও ঠিক একইরকম।  এর কোনো ভিন্নতা নেই। অন্যান্য চাহিদার মতো এটিও মানুষের একটি স্বাভাবিক চাহিদা।

অনেকেই মনে করেন যে, পুরুষের তুলনায় নারীর যৌ*তা খানিক হলেও বেশি জটিল।  তবে শুধু আজ নয়, বহু যুগ আগে থেকেই নারীর স্বরূপ অত্যন্ত চর্চিত একটি বিষয়।

বিভিন্ন যুগে বিভিন্ন গবেষণায় নারী-যৌ নতার ভিন্ন ভিন্ন তথ্য উঠে এসেছে।

সমীক্ষায় উঠে এসেছে সপ্তাহে একটি নির্দিষ্ট দিনে নারীদের যৌ*কাঙ্ক্ষা প্রবল হয়।

অন্যান্য দিনের তুলনায় শনিবার নারীর ইচ্ছা তীব্রতর হয়।  কারণ শনিবার মানেই সপ্তাহ শেষের ছুটির আমেজ।

কোথাও গিয়ে একটা নিশ্চয়তা ও মানসিক শান্তিও কাজ করে।  কারণ যৌ*তা তো শুধু শারীরিক নয়, তার মানসিক দিকটিও বেশ গুরুত্বপূর্ণ।

হঠাৎ ছুটির দিন কেন? সমীক্ষায় অংশগ্রহণকারী মহিলার সিংহভাগ জানাচ্ছেন, গোটা সপ্তাহ হাজারও কাজের চাপ!

ছুটির দিন মানেই কোন ঝামেলা নেই। তাই এদিন আলাদা একটা মানসিক শান্তি থাকে!  আর ‍‍`হ্যাপেনিং‍‍` যৌ*তার সব থেকে গুরুত্বপূর্ণ কারণ কিন্তু মানসিকভাবে ভাল থাকা, খুশি থাকা।