মুখে যাই বলুন না কেন, আইফোন নেওয়ার শখ অনেকেরই রয়েছে। অন্তত একবার হাতে নিয়ে ব্যবহার করার ইচ্ছাও রয়েছে অনেকের। কিন্তু ইচ্ছা থাকলেও তো আর সব সময় উপায় হয় না। আইফোন কেনার জন্য লাগবে টাকা। সেটাই অনেকের কাছে নেই। তবে আনন্দের বিষয় হল টাকা কম থাকলেও অসুবিধা নেই। জলের দরে পেয়ে যাবেন আইফোন ১৪।
আপনি যদি আইফোন কিনতে চান তবে এই সপ্তাহটি আপনার জন্য বড় সুযোগ নিয়ে এসেছে। আগামী ১৫ ও ১৬ জুলাই অ্যামাজন প্রাইম ডে সেল। এই দিনে আইফোন ১৪-এর ওপর ডিসকাউন্ট পাওয়া যাবে। অ্যামাজন ই-কমার্স প্ল্যাটফর্ম তার প্রাইম গ্রাহকদের সর্বশেষ স্মার্টফোন সহ বিভিন্ন ইলেকট্রনিক্স জিনিসের ওপর একাধিক ডিল, ডিসকাউন্ট এবং অফার দিয়ে থাকে।
এবার অ্যাপলের সর্বশেষ ‘আইফোন ১৪’তেও ছাড় পাওয়া যাবে। বিক্রির আগেই অ্যামাজন আইফোন ১৪-এর দাম ঘোষণা করেছে, যা ১৫ জুলাই মধ্যরাত থেকে প্রযোজ্য হবে। এ কারণেই আপনার এটি একটি ফোন কেনার একটি দুর্দান্ত সুযোগ হতে চলেছে।
আইফোন ১৪ একটি ফ্ল্যাট-এজ অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে আসে। যার সামনে রয়েছে সিরামিক শিল্ড, এটি ফোনটির ডিজাইনকে প্রিমিয়াম এবং ভারী করে তোলে। এই ফোনে ৬.১ ইঞ্চি ওএলইডি ডিসপ্লে রয়েছে, যা উচ্চ মানের। এটিতে ১২০০ নিটের টপ ব্রাইটনেস রয়েছে। ডিসপ্লেটি ডলবি ভিশন সমর্থন করে। এছাড়াও এই ফোনটি ফেস আইডি প্রযুক্তির সাথে বাজারে আসছে।
আপনার আইফোন ১৪ তে একটি ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে, যা একটি আল্ট্রাওয়াইড এবং একটি নতুন ১২ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা সহ এফ / ১.৫ অ্যাপারচার এবং সেন্সর ভিত্তিক স্টেবিলিটি সমর্থন করে। এই সেটআপটি আপনাকে আরও ভাল এবং উচ্চমানের ফটো তুলতে সাহায্য করবে। ফোনের সামনের দিকে আপনি একটি ১২ মেগাপিক্সেল ট্রু ডেপ্থ ক্যামেরাও পাবেন, যার মধ্যে অটোফোকাস ফিচার রয়েছে।
অ্যামাজন প্রাইম ডে সেল চলাকালীন, আপনি ৬৬ হাজার ৪৯৯ টাকায় আইফোন ১৪ কেনার সুযোগ পাবেন। ভারতে ৭৯,৯০০ টাকা দামে লঞ্চ হওয়া এই স্মার্টফোনটিতে রয়েছে ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। এবারই প্রথম ফোনটিতে এত বড় মাত্রায় ডিসকাউন্ট পাওয়া যাবে।