আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়েছেন জনপ্রিয় গিটারিস্ট জেক ই লি। সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। বর্তমানে ৬৭ বছর বয়সী এ গিটারিস্ট লাস ভেগাসের একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন আছেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ১৫ অক্টোবর গুলিবিদ্ধ হন লি। লাস ভেগাস মেট্রো পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে যে ঘটনাটি রাত ২:৪০ নাগাদ ঘটেছিল এবং এটি রাস্তায় এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনা বলেই মনে করছেন সেখানকার অফিসাররা।
এদিকে লির সবশেষ শারীরিক অবস্থা সম্পর্কে মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে। লি এখন আগের চেয়ে ভালো আছেন। তিনি সচেতন আছেন এবং আইসিইউতে চিকিৎসাধীন আছেন। শিগগিরই সেরে উঠবেন বলে আশা করছেন চিকিৎসকরা। লাস ভেগাস কর্তৃপক্ষ বিশ্বাস করে যে গুলি চালানোর ঘটনাটি সম্পূর্ণ এলোপাথাড়ি গুলি চালানোর ঘটনার জন্য ঘটেছে। তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়নি।
১৯৮০-এর দশকে ওজি অসবোর্নের ব্যান্ডের সদস্য হিসেবে ব্যাপকভাবে পরিচিতি লাভ করেন ই লি। র্যান্ডি রোডসের মৃত্যুর পরে ১৯৮২ সালে ওসবার্নের প্রধান গিটারিস্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছিলেন জ্যাক ই লি।