স্মার্টফোন চালানোর জন্য এমবি বা ইন্টারনেট মেগাবাইট অতি গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু কখনো কখনো ইন্টারনেট অকারণে ফুরিয়ে যায়, আবার কেউ ইন্টারনেটের অভাববোধ করে। তাই ইন্টারনেটের ডাটা বা এমবি শেয়ার করাটা কখনো কখনো জরুরি মনে হয়।
আমরা ভাবি, ইন্টারনেট ডাটাপ্যাক বোধহয় শেয়ার করা যায় না। কিন্তু ব্যাপারটা সেরকম না। স্মার্টফোন থেকে আরেক স্মার্টফোনে ডাটাপ্যাক খুব সহজেই শেয়ার করা যায়। এটা খুবই সহজ।
এক্ষেত্রে এক স্মার্টফোন থেকে এজন্য আপনার এবং যাকে পাঠাবেন তার; দুজনেরই এন্ড্রয়েড অ্যাপস বা স্মার্ট ফোন লাগবে। এরপর আপনার মোবাইলে আপনার অপারেটর এর অ্যাপস নিয়ে লগইন করুন।
লগইন করার পর সেখানে ‘Gift’ নামে একটা অপশন পাবেন। ‘Gift’ অপশন থেকে আপনি ডাটা, ব্যালেন্স, এসএমএস, টক টাইম এসব ‘Gift’ হিসেবে পাঠাতে পারবেন আপনার প্রিয়জনের নাম্বারে।