মাত্র ৩১ হাজার টাকায় এবার বাড়িতে স্কুটার নিয়ে আসুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন। বর্তমানে যে টাকা দিয়ে একটি মোবাইল ফোন কেনা যায়, সেই পরিমাণ টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন নতুন ইলেকট্রিক স্কুটার। সব থেকে বড় কথা হল এই ইলেকট্রিক স্কুটার কিনলে মুক্তি পাওয়া যাবে জ্বালানির খরচ থেকে। সম্পূর্ণ ব্যাটারি বা বিদ্যুতে পরিচালিত হয় এই স্কুটার।
বর্তমানে একাধিক নামিদামি কোম্পানি এই ধরনের ইলেকট্রিক ভেহিকেল বা EV নির্মাণ করছে। উজাস এরকম একটি ইলেকট্রিক টু হুইলার প্রস্তুতকারক সংস্থা। এই সংস্থা মাত্র ৩১ হাজার টাকার একটি ইলেকট্রিক স্কুটার নিয়ে এসেছে যাতে একবার ফুল চার্জ দিলে ৬০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এর সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় ২৫ কিলোমিটার পর্যন্ত হতে পারে ।
অনেকেই হয়ত ভাববেন মাত্র ৬০ কিলোমিটার মাইলেজ এবং ঘন্টায় ২৫ কিলোমিটার গতিবেগ অনেকটাই কম। কিন্তু অবশ্যই মাথায় রাখুন এই স্কুটারের দামের ব্যাপারটি। এর দ্বিগুন দামেও বাজারে ভালো ইলেকট্রিক স্কুটার বা টু হুইলার কিন্তু উপলব্ধ নেই। এই আবহে দুর্দান্ত এই ইলেকট্রিক স্কুটারটি নামমাত্র খরচে বাজারে নিয়ে এসেছে স্টার্টআপ এই সংস্থাটি।
ইতিমধ্যেই, এটি স্বল্পদূরত্বে যাওয়ার জন্য জনপ্রিয় হয়ে উঠেছে। Ujaas eZy মডেল নম্বরের স্কুটারটি স্থানীয়ভাবে ব্যবহারের জন্য আপনাদের খুবই কাজে আসতে পারে। মোট 60V এবং 26Ah-এর লেড অ্যাসিড ব্যাটারি প্যাক রয়েছে Ujaas eZy-তে। 250W-এর বৈদ্যুতিক মোটর রয়েছে এই স্কুটারের।
একটানা ছয়-সাত ঘন্টা লাগতে পারে ফুল চার্জ হওয়ার জন্য। ডিজিটাল ইন্সট্রুমেন্ট কনসোল, অ্যান্টি থেফট অ্যালার্ম, হুইল লকিং মেকানিজম, Find My Scooter সিস্টেম, LED হেডলাইট, LED টেললাইট, ডিজিটাল ট্রিপ মিটার, ডিজিটাল স্পিডোমিটার, রিমোট স্টার্ট, পুশ বাটন স্টার্ট, LED টার্ন সিগন্যাল ল্যাম্প এবং লো পাওয়ার স্টিয়ারিং থাকছে এই স্কুটারে।