‘পুষ্পা ২’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্ট হয়ে এক নারীর মৃত্যুর ঘটনায় শনিবার অভিনেতা আল্লু অর্জুনের জামিনের শর্ত শিথিল করল তেলেঙ্গানার আদালত। এখন থেকে আর প্রতি রবিবার থানায় হাজিরা দিতে হবে না অভিনেতাকে। বিদেশে যাওয়া নিয়েও আর কোনও নিষেধাজ্ঞা নেই। অবশেষে এক মাস পর স্বস্তি পেলেন ‘পুষ্পা’!
পদপিষ্টের ঘটনায় গত ৩ জানুয়ারি আল্লুকে শর্তসাপেক্ষে জামিন দিয়েছিল তেলেঙ্গানার নামাপল্লি আদালত। শুক্রবার ওই মামলাতেই আল্লুর জামিনের শর্ত শিথিল করা হয়েছে। প্রথমে বলা হয়েছিল, যত দিন না চার্জশিট তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত প্রতি রবিবার সকাল ১০টা থেকে দুপুর ১টার মধ্যে চিক্কাদাপল্লি থানায় হাজিরা দিতে হবে অভিনেতাকে। আদালতের অনুমতি ছাড়া বিদেশ ভ্রমণেরও অনুমতি ছিল না তার। এবার সেই শর্ত পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট কয়েকটি দেশে ভ্রমণের অনুমতি পেয়েছেন অভিনেতা। তবে প্রতিটি যাত্রার সময়সূচি আগে থেকে পুলিশকে জানাতে হবে। তদন্তের প্রয়োজনে মাঝে মাঝে থানায় হাজিরাও দিতে হতে পারে।
গত ৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা থিয়েটার প্রেক্ষাগৃহে ‘পুষ্পা ২: দ্য রুল’ সিনেমার প্রিমিয়ারে পদপিষ্টের ঘটনাটি ঘটে। রাত ৮টা নাগাদ অভিনেতা ছবির প্রিমিয়ারে পৌঁছাতেই উপচে পড়ে ভিড়। সেখানে ভিড়ের মধ্যে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৩৫ বছর বয়সী এক নারীর। গুরুতর আহত হয় তার নয় বছরের বয়সী সন্তানও।
ওই ঘটনার পরেই গত ১৩ ডিসেম্বর আল্লুকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এফআইআর করা হয় আল্লুসহ মোট সাত জনের বিরুদ্ধে। সে দিনের ঘটনায় আল্লুর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করে। প্রথমে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হলেও পরে ৫০ হাজার রুপির বন্ডে আল্লুর অন্তর্বর্তী জামিন মঞ্জুর করে তেলেঙ্গানা হাইকোর্ট। বর্তমানে জামিনে মুক্ত হলেও নিয়মিত পুলিশের কাছে হাজিরা দিতে হচ্ছে দক্ষিণী অভিনেতাকে। তবে ঘটনার পর থেকেই ওই পরিবারের পাশে দাঁড়িয়েছেন আল্লু। তাদের দুই কোটি রুপি আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।