অসাধারণ এক ক্যারিয়ারের স্বীকৃতি পেয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক। ৬৪তম ক্রিকেটার হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটের ‘হল অব ফেমে’ জায়গা পেয়েছেন তিনি। অবসরের এক দশক পর অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটারদের পাশে বসতে পেরে ভীষণ খুশি ক্লার্ক।
৪৩ বছর বয়সী ব্যাটার বলেছেন, ‘শৈশবের রোল মডেল, আইডল ও অনেক কিংবদন্তি খেলোয়াড়দের পাশে বসতে পারাটা সম্মানের। যখন আপনি সর্বোচ্চ পর্যায়ের ক্রিকেটে খেলবেন তখন লোকজন আন্তর্জাতিক ক্যারিয়ারের কথা বলবে। ৬ বছর বয়সেই আমার পথচলা শুরু হয়েছিল। ৩৪ বছর বয়সে অবসর নিয়েছি। যা আমার জীবন ছিল। এখনো এটি আমার জীবনের অংশ।’
১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখা ক্লার্কের আন্তর্জাতিক ক্যারিয়ার শুরু হয় ২০০৩ সালে, ইংল্যান্ডের বিপক্ষে অ্যাডিলেডে ওয়ানডে দিয়ে। সেই শুরু এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি তাকে।
একাদশের অবিচ্ছেদ অংশ হয়ে দলকে ২০১৫ ওয়ানডে বিশ্বকাপে নেতৃত্ব দিয়ে চ্যাম্পিয়ন করেই ব্যাট-প্যাড তুলে রেখেছেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি।
দীর্ঘ ১২ বছরের ক্যারিয়ারে ১১৫ টেস্ট খেলেছেন ক্লার্ক। ২৮ সেঞ্চুরি ও ২৭ ফিফটিতে ৮৬৪৩ রান করে অস্ট্রেলিয়ানদের মধ্যে ষষ্ঠ রানসংগ্রাহক। ক্যারিয়ারসেরা ৩২৯ রান করেছেন ভারতের বিপক্ষে। অন্যদিকে ২৪৫ ওয়ানডেতে রান করেছেন ৭৯৮১ রান।
৫৮ ফিফটির বিপরীতে ৮ সেঞ্চুরি হাঁকিয়েছেন। আর ৩৪ টি-টোয়েন্টিতে তার রান ৪৮৮। সব মিলিয়ে অস্ট্রেলিয়াকে ১৩৯ ম্যাচে নেতৃত্ব দেওয়া ক্লার্ক পুরো ক্যারিয়ারে উইকেট নিয়েছেন ৯৪টি।