বর্তমান বাজারে বাজাজের দুই চাকার গাড়ির জনপ্রিয়তা ক্রমে বেড়ে চলেছে। দুর্দান্ত মাইলেজ ও স্পেসিফিকেশন যা গাড়িগুলিকে এক অন্য মাত্রায় নিয়ে যেতে সচেষ্ট। এবার ভারতের বাজারে আসতে চলেছে বাজাজের নতুন বাইক CT110X।
জানা গিয়েছে, বাইকটি প্রতি ঘন্টায় ৭০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। এই বাইকটিতে দেওয়া হয়েছে ১১৫.৪৫ সিসি ইঞ্জিন। ইঞ্জিনটি ৮.৬ পিএস শক্তি ও ৯.৮১ এনএম টর্ক উৎপাদন করে।
বাইকটি ঘন্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার রাস্তা অতিক্রম করতে পারে। নিরাপত্তার জন্য বাইকটির দু’টি চাকায় রয়েছে ড্রাম ব্রেক ও উন্নত টায়ার যা গাড়িটি রাস্তায় নিজের ভারসাম্য বজায় রাখতে পারে। বাইকটির দুই চাকায় রয়েছে টিউবলেস টায়ার। বাজাজের গাড়িটি ইতিমধ্যে বাজারে টিভিএস, হিরো স্পেন্ডার সহ আরও একাধিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নাম লিখিয়েছে।
গাড়টি একাধিক রঙে বাজারে হাজির পাওয়া যাবে। ম্যাট হোয়াইট গ্রীন, ইবোনি ব্ল্যাক-রেড, ইবোনি ব্ল্যাক-ব্লু রঙে এটি পাওয়া যাবে। একটি ১১ লিটারের জ্বালানি ট্যাঙ্ক দেওয়া হয়েছে বাইকটির সঙ্গে। গাড়িটির এক্স শোরুম মূল্য ৫৯,১০৪ টাকা থেকে ৬৭,৩২২ টাকা।
তবে আপনার কাছে যদি বাইকটি কেনার সম্পূর্ণ টাকা না থাকে তবে আপনি মাত্র ১০,০০০ টাকায় এটি কিনতে পারেন। তবে তার জন্য আপনাকে ৩ বছরে ৯.৭ সুদের হারে প্রতি মাসে ১,৯৩১ টাকা জমা করতে হবে। এভাবেই গাড়িটির টাকা পরিশোধ করতে পারবেন ক্রেতারা যাদের সম্পূর্ণ টাকায় একবারে কেনা সম্ভব হয়ে উঠবে না।