ভারতে ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে ৫জি পরিষেবার। ভারতের বাজারে বিভিন্ন কোম্পানি একটার পর একটা ৫জি ফোন লঞ্চ করে চলেছে। দেখে নেওয়া যাক ২০২৩ সালে ভারতের সেরা কয়েকটি ৫জি স্মার্টফোন।
ভারতের বাজারে রয়েছে iPhone 14, iPhone 14 Plus, iPhone 14 Pro এবং iPhone 14 Pro Max 5G এর মতো ফোন। iPhone 14-তে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা, যা ১২ মেগাপিক্সেলের। প্রো ভ্যারিয়েন্ট ফোনে রয়েছে ৬.১ ইঞ্চি এবং ৬.৭ ইঞ্চির সুপার রেটিনা XDR ডিসপ্লে, ১২০Hz অ্যাডাপটিভ রিফ্রেশ রেট সমর্থন এবং LTPO প্যানেল। যেখানে iPhone 14 এবং 14 Plus ফোনে রয়েছে ৬.১ এবং ৬.৭ ইঞ্চির ৬০Hz OLED ডিসপ্লে, যা ১২০০ nits HDR ব্রাইটনেস যুক্ত। iPhone 14 এবং 14 প্লাসে A15 বায়োনিক চিপসেট এবং 14 প্রো এবং 14 প্রো ম্যাক্সে A16 বায়োনিক চিপসেট দেওয়া হয়েছে। iPhone 14 এর ১২৮ জিবি ভ্যারিয়েন্ট বর্তমানে Flipkart-এ ৬৭,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে।
এপ্রিল মাসে জনপ্রিয় কোম্পানি Vivo ভারতীয় বাজারে Vivo X90 Pro এবং Vivo X90 স্মার্টফোন লঞ্চ করেছে। এই ৫জি ফোন দুটিই Android 13 ভিত্তিক FunTouch OS-এ কাজ করে। Vivo X90 ফোনের ৮জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৫৯,৯৯৯ টাকা, যেখানে ১২জিবি RAM + ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৩,৯৯৯ টাকা। Vivo X90 Pro-এর ১২জিবি RAM + ২৫৬জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৮৪,৯৯৯ টাকা।
Samsung Galaxy S21 FE স্মার্টফোনটি Exynos 2100 চিপসেটের সঙ্গে পেশ করা হয়েছে। ফোনটিতে একটি ৬.৪ ইঞ্চির ফুল HD + AMOLED ১২০ Hz ডিসপ্লে রয়েছে। এই ৫জি ফোনে ২৫W ফাস্ট চার্জিং, ৪৫০০mAh ব্যাটারির সঙ্গে ১৫W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট রয়েছে। S21 FE ফোনে রয়েছে ১২+ ১২+ ৮ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার সেন্সর এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি সেন্সর। Flipkart-এ ৮+ ১২৮জিবি ভ্যারিয়েন্টের দাম ৩৯,৯৯৯ টাকা এবং ৮+ ২৫৬জিবির দাম ৫৯,৯৯৯ টাকা।
Realme GT Neo 3 ফোনে ব্যবহার করা হয়েছে MediaTek Dimensity 8100 চিপসেট। এটিতে ১৫০W দ্রুত চার্জিং সাপোর্ট রয়েছে, যা মাত্র ১৫ মিনিটে ফোনটিকে সম্পূর্ণ চার্জ করে। এটিতে ১২০Hz রিফ্রেশ রেট সহ একটি ৬.৭ ইঞ্চির ফুল HD+ AMOLED ডিসপ্লে রয়েছে। ফোনটিতে ট্রিপল রিয়ার সেন্সর রয়েছে, যার মধ্যে রয়েছে Sony IMX766 সেন্সর এবং OIS সহ প্রধান ৫০ মেগাপিক্সেলের ক্যামেরা, ৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর৷ সেলফি তোলার জন্য ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। Flipkart-এ এই ফোনের ১২+ ২৫৬ জিবি ভ্যারিয়েন্টের দাম ৪২,৯৯৯ টাকা।
Samsung Galaxy M53 5G এই সিরিজের সর্বশেষ স্মার্টফোন যা MediaTek Dimensity 900 চিপসেটের সঙ্গে ভারতীয় বাজারে লঞ্চ করা হয়েছে। এই স্মার্টফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা সহ কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেলফির জন্য একটি ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরাও রয়েছে। এই ফোনটিতে রয়েছে ১২০Hz ফুল HD+ AMOLED ডিসপ্লে, ৫০০০mAh ব্যাটারি এবং ২৫W চার্জিং সাপোর্ট। Flipkart-এ এই ফোনের ৬+ ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম ২৪,৯৯০ টাকা এবং ৮+ ১২৮জিবির দাম ২৫,৭৯৯ টাকা।
nePlus Nord CE 2 Lite 5G হল কোম্পানির একটি বাজেট রেঞ্জের ৫জি স্মার্টফোন। এটি Qualcomm Snapdragon 695 প্রসেসর যুক্ত। এটিতে ৬জিবির LPDDR4X RAM এবং ১টিবি (TB) স্টোরেজের সমর্থন রয়েছে। ফোনটিতে একটি ৬.৫৯ ইঞ্চির IPS LCD ডিসপ্লে রয়েছে। এটি Android V12 OS-এ কাজ করে। ট্রিপল ক্যামেরা সেটআপে ৬৪ + ২ + ২ মেগাপিক্সেলের সেন্সর দেওয়া হয়েছে এবং সেলফির জন্য এতে একটি ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা রয়েছে। এই ফোনের ৬+ ১২৮ জিবি ভ্যারিয়েন্টের দাম Flipkart-এ ১৮,৯০০ টাকা৷