বর্তমানে জ্বালানি গাড়ির তুলনায় বৈদ্যুতিক গাড়ির চাহিদা অনেকটাই বেড়ে গিয়েছে। আর তার সবথেকে কারণ হল তেল না ভরার ঝক্কি। বর্তমানে পেট্রোল ও ডিজেলের যা দাম তাতে মাথায় হাত পড়েছে অনেকের। আর তাতেই পিছু হটছে কেউ কেউ। এভাবেই বেড়ে চলেছে বৈদ্যুতিক স্কুটার ও বাইকের চাহিদা। এছাড়া বৈদ্যুতিক গাড়িতে মেলে একাধিক নতুন ফিচার্স।
আর তাই ধীরে ধীরে মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে বৈদ্যুতিক স্কুটার ও বাইক। আজকের প্রতিবেদনে রইল Cowboy ত্রুজার ই-বাইক-এর বিস্তারিত বিবরণ। এই বাইকটি আপনি যেকোনও জায়গায় নিয়ে যেতে পারবেন। সকলেই এটি চালাতে পারবেন। যেমন স্কুল ও কলেজের ছাত্রছাত্রী, দাদা, বাবা সকলেই এটি চালাতে পারবেন। এই বাইকটির ওজন মাত্র ১৯ কেজি।
সাধারণ যে বাইক পাওয়া যায় তার থেকে অনেক হালকা এটি। এটি সর্বোচ্চ ২৫০ ওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। প্রতি ঘন্টায় এটি ২৫ কিলোমিটার পথ অতিক্রম করতে পারে। এটির হ্যান্ডেল বেশ কার্ভড ডিজাইনের যাতে চালকের গ্রিপ পেতে সুবিধা হয়। এছাড়া এতে মিলবে ওয়্যারলেস স্মার্টফোন চার্জিং সাপোর্ট, গুগল ম্যাপ, হ্যান্ডেলবারেই মাউন্ট করা থাকবে ওয়্যারলেস ফোন চার্জিং।
এটিতে রয়েছে রিমুভেবেল ব্যাটারি প্যাক এবং কার্বন বেল্ট ড্রাইভ। এই বাইকটি ব্যবহার করতে গেলে Cowboy অ্যাপ ডাউনলোড করতে হবে। এটির দাম ৩,৪১৬ ডলার৷ বর্তমানে ভারতে সবথেকে বেশি বৈদ্যুতিক বাইক ও স্কুটারের ব্যবহার হয় গোয়াতে। বাকি রাজ্যগুলিতে ধীরে ধীরে বাড়ছে এর ব্যবহার।