এফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে মাঠে নেমেছিল বাংলাদেশ। ভিয়েতনামের বিপক্ষে ম্যাচে শুক্রবার ২৭ সেপ্টেম্বর সুবিধা করতে পারেনি মারুফুল হকের শিষ্যরা। ঘরের মাঠে আধিপত্য বিস্তার করে স্বাগতিকরা। ভিয়েতনাম অনূর্ধ্ব-২০ দলের কাছে ৪-১ গোলের বড় ব্যবধানে হার মানতে হয় বাংলাদেশকে।
ভিয়েতনামের ল্যাচ ট্রে স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধেই ১-৩ গোলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। দ্বিতীয় গোলটি হয়েছে গোলরক্ষকের একেবারে হাস্যকর এক ভুলে। বাংলাদেশের ডিফেন্ডার বক্সে বল বাড়িয়েছিলেন গোলরক্ষকের উদ্দেশ্যে। গোলরক্ষক মাহিন সেই বল ঠিকমতো রিসিভ করতে পারেননি। তার পায়ের ফাঁক দিয়ে বল পেয়ে যান ভিয়েতনামের ফরোয়ার্ড। বাংলাদেশের গোলরক্ষক ভুল করলেও ভিয়েতনামের ফরোয়ার্ড অবশ্য গোল করতে ভুল করেননি।
এই টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা হয়েছিল সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলে হেরে। পরের ম্যাচে গুয়ামের বিপক্ষে দুই বার লিড নিয়েও ড্র করে বাংলাদেশ। এতে এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই থেকে বিদায় নিয়েছে বাংলাদেশ। এতে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশ-ভুটানের শেষ ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।