শিক্ষার্থীরা ভালোপদে চাকরির আশায় দিনরাত পরিশ্রম করে চলেছে এবং তারা পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জানার চেষ্টা করে। সাধারণ জ্ঞান এমন একটা বিষয় যার কোন নির্দিষ্ট সীমা নেই। এর মাধ্যমে দেশ বিদেশের নানান তথ্যও জানা যায়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে যা আপনার অনেক সহায়ক হবে।
১) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের কোন জেলায় বনভূমির পরিমাণ সর্বাধিক?
উত্তরঃ সর্বাধিক পরিমাণে বনভূমি রয়েছে দক্ষিণ ২৪ পরগনা জেলায়।
২) প্রশ্নঃ ভারতের জাতীয় আয় পরিমাপ করে কোন সংস্থা?
উত্তরঃ সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন ভারতের জাতীয় আয় পরিমাপ করে।
৩) প্রশ্নঃ গান্ধীজিকে ‘মহাত্মা’ আখ্যায় ভূষিত করেছিলেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৪) প্রশ্নঃ কোন নিষ্ক্রিয় গ্যাস বায়ুমন্ডলে পাওয়া যায় না?
উত্তরঃ রেডন বায়ুমণ্ডলে উপস্থিত নেই।
৫) প্রশ্নঃ ভারতবর্ষের কোন শহরে ভূ-তাপীয় শক্তির ব্যবহার সর্বপ্রথম শুরু হয়?
উত্তরঃ গুজরাটের সুরাট শহরে।
৬) প্রশ্নঃ ভারতের চিরহরিৎ বৃক্ষের বনভূমি কোথায় দেখা যায়?
উত্তরঃ আসামে।
৭) প্রশ্নঃ ব্রিটিশ শাসনের সময় কলকাতা থেকে দিল্লিতে রাজধানীর স্থানান্তরিত করার জন্য পঞ্চম কিং জর্জ কবে ঘোষণা করেছিলেন?
উত্তরঃ ১৯১১ সালে।
৮) প্রশ্নঃ কোন নদীকে দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয়?
উত্তরঃ গোদাবরীকে।
৯) প্রশ্নঃ ক্ষুদ্রান্তের যে অংশে পরিপাক হওয়া খাদ্য সঞ্চিত হয় তার নাম কী?
উত্তরঃ ভিলাই।
https://bangla-bnb.saturnwp.link/je-vule-hote-pare/
১০) প্রশ্নঃ ভারতের কোন মন্দিরটি হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়?
উত্তরঃ ভারতের গুজরাট রাজ্যে অবস্থিত স্তম্ভেশ্বর (Stambheshwar) মন্দির হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। আসলে, এই মন্দিরটি সমুদ্রের জোয়ারের সময় সম্পূর্ণ সমুদ্রের জলের তলায় চলে যায় আবার জোয়ার চলে যাওয়ার পর মন্দিরটি জলের উপরে উঠে আসে।