বর্তমানে পেট্রোল ডিজেলের অত্যাধিক মূল্য বৃদ্ধির কারণে অনেক মানুষই ইলেকট্রিক গাড়ি কেনার দিকে ঝুঁকছেন। আর বর্তমানে ভারতে ইলেকট্রিক গাড়ির বাজারে একচ্ছত্র প্রভাব বিস্তার করে রেখেছে টাটা মোটরস। যাত্রীবাহী গাড়ির ক্ষেত্রে তাদের ডিজাইন, পরিকল্পনা এবং দাম সবটাই ক্রেতাদের নজর কেড়ে নেয়। এই কারণে বর্তমানে দেশের সব থেকে বেশি ইভি উৎপাদন এবং ইভি বিক্রির ক্ষেত্রে শ্রেষ্ঠ স্থান দখল করে নিয়েছে টাটা মোটরস।
তবে এবার গাড়ির বাজারে টাটা মোটরসের এই একচ্ছত্র প্রভাবকে কিছুটা টলাতে এবং ক্রেতাদের আকর্ষণ করতে কমেট ইভি গাড়ির দাম বেশ কিছুটা কমিয়েছে অপর একটি গাড়ি প্রস্তুতকারক সংস্থা এমজি মোটর। বর্তমানে ইলেকট্রিক গাড়ি বাজারে সবথেকে সস্তায় ইলেকট্রিক গাড়ি হল এটিই। আগে এই গাড়িটির দাম ৭.৯৮ লক্ষ্য টাকা হলেও সম্প্রতি ৯৯০০০ টাকা দাম কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক এই সংস্থা।
জানা গেছে এই সংস্থার শত বর্ষ পূর্তি উপলক্ষে ক্রেতাদের উদ্দেশ্যে তারা এই ছারের কথা ঘোষণা করেছেন। সংস্থা শুধু কমেট গাড়িটির দামই কমিয়েছে তা নয়, তাদের নির্মিত আরো বেশ কিছু গাড়ি যেমন হেক্টর, জেডএস ইভি এবং গ্লস্টারের দামও আগে তুলনায় অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে। তবে আজ এই প্রতিবেদন থেকে জেনে নিন এমজি কমেট গাড়িটির নতুন নাম এবং এর সুবিধা গুলি কি কি।
দাম কমিয়ে দেওয়ার পর বর্তমানে এক্স শোরুম অনুযায়ী এই গাড়ির দাম হয়েছে ৬.৯৯ লাখ টাকা। বর্তমানে টাটা মোটরসের সবথেকে সস্তা ইলেকট্রিক গাড়ি হলো টাটা টিয়াগো ইভি। টাটা টিয়াগো ইভির দাম শুরু হচ্ছে ৮.৬৯ লাখ টাকা থেকে। এর থেকেও ১.৭ লাখ টাকা সস্তায় বিক্রি হচ্ছে এই গাড়িটি। এই গাড়ি প্রস্তুতকারক সংস্থা দাবি করেছে নিত্য যাতায়াত বা সিটি রাইডিংয়ের জন্য এটি আদর্শ। প্রতিদিন যাতায়াত করার জন্য এতে থাকছে ১৭.৩ kwh ব্যাটারি প্যাক। এই উন্নত মানের ব্যাটারি ফুল চার্জে ২৩০ কিলোমিটার রেঞ্জ যুক্ত।
মাত্র ১৪ হাজার টাকায় আজই বাড়িতে আনুন দুর্দান্ত সুবিধার এই বাইক
স্বল্পমূল্যের এই ইলেকট্রিক গাড়িটিতে থাকছে চারটি আসন এবং দুটি এয়ার ব্যাগ। সেই সঙ্গে এতে থাকবে এয়ার কন্ডিশনিং, মাল্টি ফাংশান স্টিয়ারিং হুইল, পাওয়ার স্টিয়ারিং, নেভিগেশন সিস্টেম, অ্যান্টি লক ব্রেকিং, কি-লেস এন্ট্রি, ভয়েস কমান্ড, ফ্রন্ট USB চার্জিং, অটোমেটিক ট্রান্সমিশন, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন, ব্লুটুথ কানেক্টিভিটি এবং স্পিকার্স। সংস্থার তরফ থেকে বলা হয়েছে এই গাড়িটিতে সাত ঘণ্টার মধ্যে ফুল চার্জ করে ফেলা সম্ভব।