বর্ষাকালে মোটরসাইকেল বেশি নোংরা হয়। কেননা, এই সময় বৃষ্টির কারণে পথে-ঘাটে কাদা-পানি জমে থাকে। ফলে এসব নোংরা বাইকে এসে লাগে। তাই বর্ষাকালে ঘন ঘন বাইক পরিষ্কার করতে হয়। বাইক পরিষ্কারের সঠিক নিয়ম জানুন।
বাইক ঠাণ্ডা থাকতে হবে
বাইক পরিষ্কারের আগে দেখে নিন বাইক যেন ঠাণ্ডা থাকে। অর্থাৎ কোথাও থেকে বাড়ি ফিরে সঙ্গে সঙ্গেই বাইক পরিষ্কার করতে যাবেন না। কারণ বাইক চালালে তা গরম হয়ে থাকে। সেইজন্য আগে বাইক ঠাণ্ডা হওয়ার জন্য পর্যাপ্ত সময় দিন। তারপর বাইক পরিষ্কার করতে যাবেন।
কী কী জিনিস লাগবে
বাইক পরিষ্কার করার জন্য বেশ কিছু সরঞ্জামের প্রয়োজন। এক বালতি পানি, স্পঞ্জ, লিকুইড সাবান বা শ্যাম্পু, নরম কাপড়, ব্রাশ- এইসব সরঞ্জাম দরকার। বাইকের সরু জায়গার ময়লা তোলার জন্য ব্রাশ ব্যবহার করতে হবে। এর পাশাপাশি বেশ কিছু অংশে সাবান স্প্রে করেও আপনি পরিষ্কার করতে পারেন। বাইকের চাকা, টায়ার এইসব অংশ একটু ভালভাবে যত্ন নিয়ে পরিষ্কার করা প্রয়োজন।
সাবান ভালোভাবে ধুতে হবে
বাইক পরিষ্কারের পর সাবান ভালভাবে তুলে নেওয়া প্রয়োজন। এর জন্য পাইপে করে পানি দিয়ে বাইক ধুয়ে নেওয়া দরকার। তাহলে সবচেয়ে ভালোভাবে সাবান ধুয়ে ফেলা যাবে। বাইক ধোয়ার পর তার মধ্যে সাবান লেগে থাকলে তার ফলে বাইকের যন্ত্রাংশ নষ্ট হয়ে যেতে পারে। তাই বাইকের থেকে সাবান পুরোপুরি ভাবে উঠেছে কিনা তা দেখে নেওয়া প্রয়োজন। নির্দিষ্ট সময়ান্তরে বাইক পরিষ্কার করা প্রয়োজন। বিশেষ করে বর্ষাকালে বাইকে কাদা-পানি লাগে অতিরিক্ত পরিমাণে। সেগুলো যত দ্রুত সম্ভব ধুয়ে ফেলা বাইকের জন্য ভালো।
বাইক মুছে নিন
বাইক ভালো করে ধুয়ে নেওয়া যেমন প্রয়োজন, একইভাবে বাইক ভালো করে শুকনো কাপড় দিয়ে মুছে নেওয়া অর্থাৎ পানি যাতে না থাকে সেটাও দেখা প্রয়োজন। কারণ পানি থাকলে বাইকের নির্দিষ্ট কিছু অংশে জং ধরে যেতে পারে। তাই বাইক সাবান দিয়ে ভালো করে পরিষ্কারের পর পানি দিয়ে ভাল করে ধুয়ে নেওয়ার পাশাপাশি শুকনো নরম কাপড় দিয়ে যত্ন করে মুছেও নিতে হবে।