লিখিত পরীক্ষা হোক বা ইন্টারভিউ যেকোনো ক্ষেত্রে সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে। আপনি যদি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে অবশ্যই এই ধরনের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা তথ্য তুলে ধরা হলো।
১) প্রশ্নঃ মানুষ মিথ্যা বললে তার শরীরের কোন অঙ্গ গরম হয়ে ওঠে?
উত্তরঃ কেউ মিথ্যা বললে তার নাক গরম হয়ে ওঠে।
২) প্রশ্নঃ রাতের বেলায় বিড়ালের চোখ জ্বলে কেন?
উত্তরঃ বিড়ালের চোখে ট্যাপেটাম লুসিডাম (Tapetum Lucidum) নামের একটি অংশ রয়েছে এবং আলোর প্রতিফলনে তা জ্বলে ওঠে।
৩) প্রশ্নঃ সবচেয়ে বেশি বন জঙ্গল রয়েছে ভারতের কোন রাজ্যে?
উত্তরঃ মধ্যপ্রদেশে (Madhya Pradesh) ভারতের সবচেয়ে বেশি জঙ্গল রয়েছে।
৪) প্রশ্নঃ ভারতবর্ষ যখন স্বাধীন (independent) হয়েছিল তখন জনসংখ্যা কত ছিল?
উত্তরঃ ১৯৪৭ সালে ভারতের জনসংখ্যা ছিল প্রায় ৩৪ কোটি।
৫) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয় কোন দেশকে?
উত্তরঃ আইসল্যান্ডকে (Iceland) বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ বলা হয়।
৬) প্রশ্নঃ কোন গাছ মানুষকে আত্মহত্যা করতে বাধ্য করে?
উত্তরঃ গিম্পি গিম্পি (Gimpy Gimpy) নামক অস্ট্রেলিয়ায় এক ধরনের উদ্ভিদ রয়েছে যার পাতা শরীরে স্পর্শ করলে এমন অসহ্য যন্ত্রণা হয় যে মানুষ আত্মহত্যা করতে বাধ্য হয়।
৭) প্রশ্নঃ কোন বাঙালি বৈজ্ঞানিক ১০০ তে ১১০ পেয়েছিলেন?
উত্তরঃ সত্যেন্দ্রনাথ বসু (Satyendranath Bose) পরীক্ষায় একবার ১০০ তে ১১০ পেয়েছিলেন।
৮) প্রশ্নঃ কোন মুসলিম প্রধান দেশের নোটে হিন্দু দেবতা গণেশের ছবি থাকে?
উত্তরঃ ইন্দোনেশিয়া (Indonesia) দেশের ২০ হাজার টাকার নোটে গণেশ দেবতা ছবি আছে।
৯) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে একটিও নদী নেই?
উত্তরঃ সৌদি আরবে (Saudi Arabia) একটিও নদী নেই।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%ae-%e0%a6%9b%e0%a6%be%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87-%e0%a6%95%e0%a6%b2-%e0%a6%ae%e0%a7%87%e0%a6%b8%e0%a7%87%e0%a6%9c-%e0%a6%95%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%af%e0%a6%be/
১০) প্রশ্নঃ জানেন পৃথিবীতে জলের আবিষ্কার কীভাবে হয়েছিল?
উত্তরঃ আজ থেকে ৪.৫ বিলিয়ন বছর আগে পৃথিবীর আবিষ্কারের সময় লক্ষ লক্ষ উল্কাপিন্ড পৃথিবীতে আঘাত করছিল। এর মধ্যে কিছু উল্কা ছিল জলের ভান্ডার। আর সেই জল ভূপৃষ্ঠে জমা হয় এবং আগ্নেয়গিরি লাভার তাপে ঘনীভূত হয়ে আকাশে মেঘ তৈরি হয়। এরপর কয়েক লক্ষ বছর টানা প্রবল বৃষ্টিপাত হয়ে পৃথিবীতে বড় বড় মহাসাগরের সৃষ্টি হয়।