১. তিকড়াম
২. স্ত্রী ২
৩. খেল খেল মেঁ
৪. বেদা
৫. হোকাস ফোকাস
তিকড়াম
পরিচালক হিসেবে অভিষেক বিবেক আঞ্চালিয়ার এই ড্রামা ফিল্মটি দিয়ে; তিনি ইতোপূর্বে একাধিক স্বল্পদৈর্ঘ্য ফিল্ম নির্মাণ করেছেন এবং ফিল্মের চিত্রনাট্য লিখেছে।
প্রকাশ (অমিত সিয়াল) একজন স্বল্পবেতনভোগী ব্যস্ত মফস্বলের এক হোটেলের কর্মী। যতই ব্যস্ততা থাকুক দুই সন্তান আর বৃদ্ধ বাবা মায়ের প্রতি তার মনোযোগের তার কোনও কমতি নেই। প্রকাশের স্বপ্ন ছিল প্রোমোশন পেলে আর্থিক সমস্যা কিছুটা লাঘব হবে কিন্তু হঠাৎ করেই হোটেলটি বন্ধ হয়ে যায়। এসময় ভাগ্যক্রমে মুম্বাইয়ে একটি ভাল চাকরি পেয়ে যায় সে কিন্তু এজন্য পরিবারকে ফেলে মহানগরে যেতে হবে তাকে।
স্বৈরাচার সরকারের পতন না হলে ওরা আমাদের বিপদে ফেলত : সাদিয়া আয়মান
প্রকাশের দুই সন্তান তাদের মত পরিস্থিতিতে পড়া আরও কিছু ছেলে মেয়ের কথা জানতে পারে, সবাই মিলে তারা এক পরিকল্পনা করে তারা তাদের ‘মন্দ’ শহরটিকে ভাল শহরে পরিণত করার জন্য এক পরিকল্পনা করে যাতে তাদের বাবা-মাকে শহর ছেড়ে না যেতে হয়। তাদের এই প্রচেষ্টা সামাজিক মাধ্যমে প্রচার পায়। এর ফলে অবস্থার পরিবর্তন হয় এবং প্রকাশ ফিরে আসে। বিষয়টি প্রকাশের বন্ধ হওয়া হোটেলের মালিকের নজরে আসে, সে হোটেলটি নতুন করে চালু করে এবং প্রকাশকে প্রোমোশন দিয়ে ম্যানেজার বানিয়ে দেয়।