অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের প্রথম টেস্ট আগামী ২২ নভেম্বর। সেই ম্যাচ হয়তো খেলবেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। ব্যক্তিগত কারণে তিনি ওই টেস্ট থেকে ছুটি নিয়েছেন বলে জানা গেছে।
ভারতের টেস্ট দলের নিয়মিত অধিনায়ক রোহিত, তার সহকারী হিসেবে আছেন পেসার যশপ্রীত বুমরাহ। প্রথম দুটি টেস্টে রোহিত খেলতে না পারলে বুমরাহ নেতৃত্ব দেওয়ার কথা। রোহিত ফিরলে সিরিজের বাকি টেস্টে তারই নেতৃত্ব দেওয়ার কথা।
এ ক্ষেত্রে ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারের ভাবনা অন্যরকম। এক সিরিজে দু’জনের অধিনায়কত্ব করার পক্ষে নন ভারতের সাবেক এই ব্যাটসম্যান। প্রথম দুটি টেস্টে রোহিত না থাকলে তাকে পরের ম্যাচগুলোয় শুধুই একজন খেলোয়াড় হিসেবে খেলানোর পরামর্শ দিয়েছেন তিনি। পুরো সিরিজের জন্য নেতৃত্ব দিতে বলছেন সহ-অধিনায়ক বুমরাহকে।
গাভাস্কার বলেন, অধিনায়কের প্রথম টেস্ট খেলা খুবই গুরুত্বপূর্ণ। চোট থাকলে আলাদা ব্যাপার। কিন্তু যদি সে প্রথম টেস্ট খেলতে না চায় তাহলে সহকারী অধিনায়কের উপর চাপ পড়ে। আমি এক জায়গায় পড়ছিলাম, রোহিত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দু’টি টেস্ট না-ও খেলতে পারে। আমার মনে হয় সে ক্ষেত্রে নির্বাচন কমিটির উচিত গোটা সিরিজের জন্যই বুমরাহ অধিনায়ক করে দেওয়া। সেই সঙ্গে রোহিতকে বলে দেওয়া, সিরিজের মাঝে দলে যোগ দিলে শুধু মাত্র খেলোয়াড় হিসাবে থাকতে হবে। প্রথম টেস্টে রোহিতের অবশ্যই দলের সঙ্গে থাকা উচিত।’