MWC 2024 এর মঞ্চে Tecno তাদের নতুন Camon 30 সিরিজ পেশ করেছে। এই সিরিজের অধীনে Camon 30 Premier 5G, Camon 30 5G এবং Camon 30 লঞ্চ করা হয়েছে। সিরিজের Camon 30 এবং Camon 30 5G ফোনের ডিজাইন অনেকটা ফ্ল্যাগশিপ ফোনের মতোই। এই দুটি ফোনে 50MP ক্যামেরা এবং 5,000mAh ব্যাটারি রয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই দুটি ফোন সম্পর্কে।
দাম এবং সেল
আসন্ন Tecno Camon 30 সিরিজ এখন শুধুমাত্র শোকেস রা হয়েছে। এই সিরিজের ফোনদুটি এই বছরের দ্বিতীয় কোয়ার্টারে (এপ্রিল-জুন) লঞ্চ করা হতে পারে বলে আশা করা হচ্ছে। তখন একই সঙ্গে সিরিজের ফ্ল্যাগশিপ Camon 30 Premier 5G ফোনও বাজারে আনা হতে পারে। এই ফোনদুটির গ্লাস ব্যাক এবং ভেগান লেদার ব্যাক প্যানেল সহ দুটি করে ভার্সন আছে।
Tecno Camon 30 5G ফোনে 120Hz রিফ্রেশরেটযুক্ত 6.78 ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন FHD+ AMOLED প্যানেল দিয়ে তৈরি। এই ফোনটি ডায়মেনসিটি 7020 চিপসেটে কাজ করে। এতে ডুয়াল কালার টেম্পারেচার ফ্ল্যাশের সঙ্গে অটোফোকাস লেন্স সহ 50MP সেলফি ক্যামেরা যোগ করা হয়েছে।
ফোনের ব্যাক প্যানেলে 1/1.57” মাপের এবং অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন সহ 50MP সেন্সর রয়েছে। এতে 70W ফাস্ট চার্জিং সহ 5,000mAh ব্যাটারি এবং ডলবি অ্যাটমস সহ স্টিরিও স্পিকার দেওয়া হয়েছে। এছাড়াও এই ফোনটি ব্যাবহার করে আইআর রিমোট কন্ট্রোল করা যাবে।
Tecno Camon 30 ফোনে Helio G99 চিপসেট ছাড়া সমস্ত ফিচারই 5G মডেলের মতো। এই ফোনে 4G নেটওয়ার্ক ব্যাবহার করা যায়। এতে 6.78 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে আছে যা 120Hz রিফ্রেশরেটে কাজ করে। এই ফোনে 5,000mAh/70W ব্যাটারি এবং অ্যাটমস সাপোর্টেড স্টিরিও স্পিকার যোগ করা হয়েছে। এই ফোনেও ফ্রন্ট প্যানেলে ফ্ল্যাশ সহ 50MP AF সেলফি ক্যামেরা এবং ব্যাক প্যানেলে 50MP OIS ক্যামেরা সহ ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে। এই মডেলে একটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এটির এনএফসি ফিচার।