শীত এলেই কার্পেটের কদর বাড়তে থাকে। বসার ঘর থেকে শুরু করে শোবার ঘরের মেঝেতে কার্পেট বিছানো না হলেই নয়। অনেকে সারা বছর কার্পেট গুটিয়ে রাখলেও শীত এলে মেঝেতে বিছানো চাই-ই। মেঝেতে কার্পেট বিছানোর আগে জেনে নিন এর যত্নআত্তি সম্পর্কে।
তাহলে শীত কিংবা সব ঋতুতেই ভালো থাকবে এ অনুষঙ্গ।
উলের কার্পেট শীতের জন্য উপযুক্ত আর গরমে সুতির কার্পেট। এ ছাড়া উলের কাজ করা কার্পেট বেশ টেকসই। স্যাঁতসেঁতে বা পানি লাগতে পারে এমন জায়গায় জুট কার্পেট পাতবেন না।
ভিজে ভাবও জুট কার্পেট নষ্ট করে। আবার অতিরিক্ত রোদেও জুট কার্পেটের রং নষ্ট হতে পারে।
ঘরের প্রবেশদ্বার, বাগান বা ছাদের জন্য সিনথেটিক কার্পেট ভালো। ময়লা হলে ধুয়ে পরিষ্কার করা যায়।
কার্পেটের তলায় প্যাড বা লাইনিং দেওয়া থাকলে স্লিপ করার আশঙ্কা থাকে না।
ঘরে পাতা কার্পেট সপ্তাহে এক দিন ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে পরিষ্কার করুন।
মাসে একবার ঘরের সব ফার্নিচার সরিয়ে কার্পেটের দুই দিক থেকে ভ্যাকুয়াম ক্লিন করুন। কার্পেটের কর্নার থেকে শুরু করে মাঝের অংশ পরিষ্কার করুন। ভ্যাকুয়াম ক্লিনার না থাকলে ব্রাশ বা ঝাড়ু দিয়ে কার্পেট পরিষ্কার করুন।
কার্পেটের ওপর চা-কফি বা কালির দাগ পড়লে তার ওপর গরম দুধ ঢেলে দিন। এবার তুলা দিয়ে ঘষতে থাকুন। দাগ হালকা হয়ে যাবে। এরপর তুলা পানিতে ভিজিয়ে আরেকবার ঘষে নিলে দাগ উঠে যাবে।
কার্পেটের দাগ তুলতে সাদা ভিনেগার ও বেকিং সোডা পানি দিয়ে পেস্ট করে দাগের ওপর ব্রাশ দিয়ে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভ্যাকুয়াম ক্লিন করে নিন।
কার্পেট তুলে রাখতে চাইলে প্লাস্টিক শিটে মুড়ে শুকনো ও পরিষ্কার জায়গায় রাখুন। সামান্য আর্দ্রতায় কার্পেটে ফাংগাস হতে পারে। শুধু শীতকালে ঘরে কার্পেট বিছালে এক দিন রোদে রেখে তারপর বিছান। সারা বছর কার্পেট বিছানো থাকলে তিন মাসে একবার রোদে দিন।
কার্পেট পুরনো হলে ধুয়ে শুকিয়ে তারপর রং করে ব্যবহার করুন।
কার্পেটের কিছু অংশ ভিজে গেলে পুরোটা তুলে রোদে দেওয়া কষ্টকর। আবার ভেজা অবস্থায় রাখলে নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। ব্যবহার করুন হেয়ার ড্রায়ার। গরম বাতাস দিয়ে শুকিয়ে নিন কার্পেটের ভেজা অংশটুকু। তবে ইস্ত্রি ব্যবহার করবেন না।
কার্পেটের ওপর আসবাব থাকলে অনেক ক্ষেত্রে কার্পেটে দাগ পড়ে ও ক্ষয় হয়। তাই কার্পেটের ওপর মোটা কাগজ ভাঁজ করে দিয়ে আসবাব রাখুন। আর দাগ হয়ে গেলে গর্ত বা দাগের জায়গায় এক টুকরা বরফ রেখে দিন। এরপর হেয়ার ড্রায়ার দিয়ে পানি শুকিয়ে নিলেই কার্পেট সমান হয়ে যাবে। প্রয়োজনে দুই-তিনটি বরফের টুকরাও ব্যবহার করতে পারেন।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b6%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%a6%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ac%e0%a6%b2-%e0%a6%a5%e0%a7%87%e0%a6%95%e0%a7%87-%e0%a6%ae%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%b0/
কার্পেটের গন্ধ দূর করতে কার্পেটের ওপর ফেব্রিকস পারফিউম ব্যবহার করতে পারেন কিংবা নিজেই সুগন্ধি তৈরি করে নিন। যেমন ১০ থেকে ২০ ল্যাভেন্ডার তেলের সঙ্গে ১৬ আউন্স বেকিং সোডা ভালোভাবে মেশাতে হবে, যেন সোডা তেল শোষণ করে নেয়। কার্পেটে ব্যবহার করে তারপর পাঁচ মিনিট অপেক্ষা করে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে কার্পেট পরিষ্কার করে নিন। এটা বোতলে সংরক্ষণ করতে পারেন।