ভারতীয়দের অধিকাংশ বাড়িতেই রয়েছে সিলিং ফ্যান। সিলিং ফ্যানের ব্যবহার এতটাই বেশি যে তা বাড়ির অত্যাবশ্যকীয় জিনিসে পরিণত হয়েছে। তবে এবার এই সিলিং ফ্যানের বেচাকেনায় নতুন নিয়ম জারি করা হলো কেন্দ্রের তরফ থেকে। বিভিন্ন ক্ষেত্রে যেমন নতুন নতুন নিয়ম জারি করা হয় ঠিক সেই রকমই সিলিং ফ্যানের ক্ষেত্রেও নতুন এই নিয়ম জারি করা হয়েছে।
ব্যাংকিং বিভিন্ন সেক্টর থেকে শুরু করে নানান ক্ষেত্রে প্রায় প্রতি মাসেই নতুন নতুন নিয়ম জারি করা হয়। কিন্তু সিলিং ফ্যান বেচাকেনার ক্ষেত্রে কি এমন নিয়ম জারি করা হলো তা নিয়ে সাধারণ মানুষদের মধ্যে কৌতূহলের শেষ নেই। নতুন এই নিয়ম জারি করা হয়েছে মূলত নিম্নমানের নানান জিনিসের উপর কঠোর নজরদারি চালানোর পরিপ্রেক্ষিতে। ঠিক যেমন দেশের বহু শহরেই বর্তমানে প্লাস্টিক পুরোপুরি ব্যান করে দেওয়া হয়েছে।
প্লাস্টিক সহ বিভিন্ন ধরনের নিম্নমানের জিনিসের উপর সরকারের কঠোর নজরদারির পর এবার সিলিং ফ্যানের ক্ষেত্রেও নির্দিষ্ট মান থাকা বাধ্যতামূলক করা হচ্ছে। কেন্দ্র সরকারের তরফ থেকে এমন নিয়ম জারি করার পরিপ্রেক্ষিতে মনে করা হচ্ছে, দেশের দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করবে এবং নিম্নমানের সিলিং ফ্যানের আমদানি রোধ হবে।
ডিপার্টমেন্ট ফর প্রমোশন অফ ইন্ডাাস্ট্রি অ্যান্ড ইন্টার্নাল ট্রেডের একটি বিজ্ঞপ্তি থেকে জানা যাচ্ছে, বৈদ্যুতিক সিলিং ফ্যান সংক্রান্ত এই নির্দেশিকা জারি করা হয়েছে গত ৯ আগস্ট। নির্দেশিকা জারি হওয়ার পর হাতে রয়েছে ৬ মাস এবং তারপরই এই নতুন নিয়ম কার্যকর হয়ে যাবে। কেন্দ্রের তরফ থেকে সিলিং ফ্যান নিয়ে নতুন যে নির্দেশিকা জারি করা হয়েছে তাতে ঠিক কি বলা হয়েছে?
সরকারের তরফ থেকে জারি করা নির্দেশিকাই জানানো হয়েছে, বৈদ্যুতিক সিলিং ফ্যানে ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস (BIS) চিহ্ন থাকা জরুরি। এই চিহ্ন না থাকলে আর সিলিং ফ্যান বিক্রি করা যাবে না। নতুন এই নিয়ম জারি করার পাশাপাশি নিয়ম না মানলে দু লক্ষ টাকা জরিমানা অথবা দু’বছরের জেল হতে পারে। কোন বিক্রেতা যদি একই ভুল দ্বিতীয় বার করেন তাহলে তাকে জরিমানা দিতে হবে পাঁচ লক্ষ টাকা অথবা ফ্যানের দামের ১০ গুণ।