চুলে শ্যাম্পুর আগে তেল মাখবেন কেনশ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে হালকা গরম তেল মাথায় মালিশ করেন অনেকেই। চুলের স্বাস্থ্য ভাল রাখার বহু পুরনো রীতি এটি।
শীতে মাথায় খুশকি উপক্রম বেড়ে যায় প্রচুর। তা-ও নিয়ন্ত্রণ করতে পারে এই তেল। এছাড়া চট করে চুলের উজ্জ্বলতা ফেরাতেও সাহায্য করে তেল মালিশ।
কিন্তু এই প্রজন্মের অনেকেই মাথায় তেল মাখতে চান না। রুক্ষ চুলের হাল ফেরাতে নামীদামি প্রসাধনী ব্যবহার করেন অনেকে। তবে চিকিৎসকেরা বলছেন, শ্যাম্পু করার আগে সব সময় তেল মাখা ভাল। তবে তেল মেখে সারা রাত রেখে দেওয়ার প্রয়োজন নেই।
চলুন জেনে নেই চুলে শ্যাম্পু করার আগে তেল মালিশের কিছু উপকারিতা।
১. চুলে আর্দ্রতা ধরে রাখে
যাঁদের মাথার ত্বক এবং চুল শুষ্ক, তাঁরা শ্যাম্পু করার কয়েক ঘণ্টা আগে মাথায় তেল মেখে রাখুন। উপকার পাবেন। চুলের উপর সুরক্ষার আস্তরণ তৈরি করে তেল। তাই শ্যাম্পু করার পরেও চুল রুক্ষ হয়ে যায় না।
২. রুক্ষ ভাব দূর করে
চুলের কিউটিকলগুলি নরম রাখতে সাহায্য করে তেল। রুক্ষ ভাব দূর করে। রাসায়নিক নির্ভর কন্ডিশনার, সিরাম ব্যবহার না করতে না চাইলে তেল মাখা যেতেই পারে।
৩. মাথার ত্বকের স্বাস্থ্য ভাল রাখে
ভাল চুলের মূল বিষয় হল স্বাস্থ্যকর মাথার ত্বক। মাথায় রক্ত সঞ্চালন ভাল না হলে চুল কোনও ভাবেই পুষ্টি পাবে না। মাথায় ত্বকে কোনও রকম সংক্রমণ হলে, তা-ও রুখে দিতে পারে তেল।
৪. চুলের উজ্জ্বলতা বজায় রাখে
শুধু তেল মেখেই যদি নায়িকাদের মতো চুল ঝলমল করে ওঠে, তা হলে খরচ করে রাসায়নিক দেওয়া প্রসাধনী ব্যবহার করবেন কেন? চুলের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতেও তেল মাখা জরুরি।
https://bangla-bnb.saturnwp.link/physical-weaknes-and-way/
৫. চুল ছিঁড়ে যাওয়া রোধ করে
শ্যাম্পু করার পর চুল ধুতে গিয়েই অর্ধেক চুল ছিঁড়ে যায়। চুলের গোড়া আলগা হয়ে গেলে এই ধরনের সমস্যা দেখা দেয়। তাই শ্যাম্পু করার আগে তেল মাখলে চুল ঝরে পড়ার হাত থেকে মুক্তি পেতে পারেন।