চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে বোলিংয়ে এসেছেন দেরিতে। দ্বিতীয় ইনিংসের বোলিংয়েও সাকিব আল হাসানকে মনে হয়েছে সাদামাটা। ধারাভাষ্যকক্ষ্যে এ নিয়ে যখন চলছে বিশ্লেষণ তখন বিস্ফোরক তথ্য দিলেন মুরালি কার্তিক। যা নিয়ে শুরু হয়েছে নতুন তর্ক-বিতর্ক।
ম্যাচের তৃতীয় দিন সকালে সাকিবের সাথে কথা বলতে দেখা যায় কার্তিককে। কি কথা হয়েছিল দুজনের মধ্যে- ধারাভাষ্য কক্ষে জানতে চান তামিম ইকবাল। ভারতের সাবেক এই স্পিনার তখন জানান, সাকিবের তর্জনিতে অস্ত্রোপচার করানো হয়েছে এবং সেই আঙুল তিনি ঠিকভাবে নাড়াতে পারছেন না এখনও। কিছুটা ফুলে আছে সেখানে, তাই বল গ্রিপ করার সময় সেভাবে ‘ফিল’ পাচ্ছেন না তিনি। এছাড়া তার কাঁধেও একটু সমস্যা আছে। সব মিলিয়েই এত কম বোলিং করছেন সাকিব এবং বোলিংয়েও নেই প্রত্যাশিত ছন্দ।
সাকিবের আঙুলের চোট নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। তবে অস্ত্রোপচারের বিষয়টি নাকি জানা নেই বিসিবিরও। এ নিয়ে টিম ম্যানেজমেন্টের উপর প্রশ্ন ছুড়ে দেন তামিম।
“মুরালি কার্তিক যা বললেন, সত্যিই যদি সাকিবের আঙুলে সমস্যা থাকে, তাহলে তো টিম ম্যানেজমেন্টের আগে থেকেই তা জানার কথা। তিনি ঠিকমতো বল করতে পারছেন না, মানে বাংলাদেশ কার্যত চার জন প্রথম সারির বোলার নিয়ে খেলছে। টিম ম্যানেজমেন্টের তো এটা জানার কথা! অবশ্যই এই ব্যাপারটি তাদের দেখা উচিত।”
তামিম মূলত বোঝাতে চেয়েছেন, বাংলাদেশের স্কোয়াডে আরও দুজন স্পিনার আছেন, তাইজুল ইসলাম ও নাঈম হাসান। সাকিবের আঙুলে সমস্যা থাকলে বিকল্প বেছে নেওয়ার সুযোগ ছিল টিম ম্যানেজমেন্টের।