ঘর নিজের হোক কিংবা ভাড়া, সবাই চায় সৌখিনতার ছোয়া দিতে। নিজের মতো করে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে। কিন্তু ভাড়া বাসায় সেভাবে কিছু করা সম্ভব হয়ে ওঠে না। অনেক কিছু করার সুযোগ যদিও থাকে। তবেও দেওয়াল কখোনই নিজের মন মতো রঙ করা অথবা সাজানো যায়না। যারা ভাড়া বাসায় থাকেন এবং বাসার দেওয়ালটি নিজের মতো করে রঙ করতে ও সাজাতে চান তাদের জন্য কিছু টিপস দেওয়া হলো।
–ওয়াল পেপার ব্যবহার করতে পারেন। বর্তমানে সুন্দর ডিজাইনের ও রঙের ওয়ালপেপার পাওয়া যায়। পছন্দ মতো কিনে, দেওয়ালে স্টিকারের মতো লাগিয়ে নিতে পারেন। এতে আসল দেওয়ালের সমস্যা হয় না।
–ওয়াল স্টিকার কিনে তারউপর রঙ করতে পারেন। ট্রান্সপারেন্ট অথবা অন্যান্য রঙের ওয়ালের স্টিকার পাওয়া যায়, সেগুলো ওয়ালে লাগিয়ে তাঁর উপর নিজের পছন্দের রঙ করতে পারেন। এটি সুন্দরভাবে উঠে আসে, দেওয়ালের কোনো ক্ষতি হয় না। এক্ষেত্রে রঙ ও ভালোভাবে বসবে।
–যেসব বাসায় পেরেক ব্যবহারের অনুমতি নেই, তারা দেওয়ালে স্টিকার হুক লাগাতে পারেন। বাজারে বিভিন্ন ডিজাইনের হুক পাওয়া যায়।
–হুকগুলো কাজে লাগিয়ে ছোট ওয়াল ম্যাট দিয়ে দেওয়ালটি সাজিয়ে নিতে পারেন।
https://bangla-bnb.saturnwp.link/protest-gronthi/
–বর্তমানে ফ্লোটিং সেল্ফের প্রাধান্য বেশী, ওয়াল স্টিকার সেল্ফের মাপে কেটে নিয়ে সেল্ফটি ওয়ালে লাগিয়ে নিতে পারেন। তবে নিচে ট্রান্সপারেন্ট স্টিকার হুক লাগালে ভালো হয়। আর বেশী ভারি কিছু সেল্ফে না রাখা ভালো। ছোটো শোপিস রাখতে পারেন।