নৌপথে বাংলাদেশ থেকে ভারত ভ্রমণে ভিসা জটিলতা মিটে গেলে আগামী নভেম্বরেই চালু হতে যাচ্ছে ঢাকা-কলকাতা শিপিং সার্ভিস। ভ্রমণ পিপাসুদের মনে প্রশ্ন, জলপথে ঢাকা থেকে কলকাতা যেতে খরচ কত পড়বে তা নিয়ে।
বাংলাদেশি শিপিং কোম্পানি এমকে সার্ভিস জানিয়েছে, ঢাকা-কলকাতা রুটে নৌ-ভ্রমণের আয়োজন করতে যাচ্ছে তারা।
তাদের একেকটি জাহাজে ৩০০-৩৫০ জন যাত্রী ঢাকার সদরঘাট হয়ে কলকাতার হাওড়া পর্যন্ত ভ্রমণ করতে পারবেন। ভ্রমণের খরচ শুরু হয়েছে ৬ হাজার টাকা থেকে। ৬ হাজার টাকায় সাধারণ ক্যাটাগরি থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বিলাসবহুল ক্যাটাগরি আছে এই শিপিং সার্ভিসে।
এমকে শিপিং কোম্পানির ভাষ্যমতে, এটি শুধু ঢাকা-কলকাতা সাধারণ শিপিং সার্ভিস না। যাত্রাপথে নানা স্থানে জাহাজ থামবে। সেখানে পর্যটকরা গ্রামীণ নদীবিধৌত পরিবেশের সঙ্গে মিলেমিশে সময় কাটাতে পারবেন।
ঢাকা থেকে কলকাতা যেতে সময় লাগবে দুই দিন। কলকাতা পৌঁছে তিনদিন জাহাজ সেখানেই অবস্থান করবে। এসময় পর্যটকরা জাহাজে করে কলকাতার আশপাশের দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবেন।
মাথাপিছু যে ভ্রমণ খরচ ধরা হয়েছে, তা মূলত ওয়ান-ওয়ে ভ্রমণ খরচ হিসেবে গণ্য হবে। কলকাতা থেকে ঢাকায় ফিরে আসার ক্ষেত্রে আলাদা অর্থ গুনতে হবে পর্যটকদের।
https://bangla-bnb.saturnwp.link/dat-and-mari-sustho-rakhar-way/
যদিও শিপিং কোম্পানিটি বলছে, নভেম্বরের ২০ তারিখ থেকে এ যাত্রা শুরু হবে। তবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা জানান, এখন পর্যন্ত নির্ধারিত কোনো তারিখ সরকারের পক্ষ থেকে জানানো হয়নি। আপাতত এ সিদ্ধান্তের নীতিগত অনুমোদন দেয়া হয়েছে।