ছুটির দিনে সকাল সকাল শক্তিশালী ভূমিকম্পের ধাক্কায় শঙ্কিত সবাই। সারাদেশেই ভূমিকম্পের তীব্র ঝাঁকুনি টের পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে ভূমিকম্পের ভয়াবহ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ। আর এই ঝুঁকির মধ্যেই সকাল সকাল কম্পনের কারণে আতঙ্কিত সবাই। ভূমিকম্পের সময় অনেকেই নিরাপদ আশ্রয়ের জন্য বাইরে ছুটেছেন।কিন্তু অনেকেরই জানা থাকে না, ভূমিকম্প হলে আসলে ঠিক কি করতে হবে। ভয়ে, আতঙ্কে ছুটোছুটি করতে গিয়ে আহত হয়ে বসেন অনেকে। কিন্তু এ সময় মাথা ঠান্ডা রেখে কাজ করতে হয়।
চলুন জেনে নেই ভূমিকম্প হলে কি করতে হবে।
১. প্রথমত, ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। তাড়াহুড়া করবেন না। দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসুন।
২. ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন।
৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন।
৪. বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন।
৫. শিক্ষাপ্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুলব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন।
৬. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন।
৭. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই থাকুন।
৮. ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন।
https://bangla-bnb.saturnwp.link/modhu-vejal-naki-khati/
৯. উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেবেন না।
১০. দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না।