রোববার (৩ নভেম্বর) রাতে চেলসির বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানইউ। ম্যাচে পেনাল্টি থেকে দলের হয়ে গোলের দেখা পান পর্তুগিজ তারকা ব্রুনো।
ম্যাচ শেষে টেন হাগের বিদায় প্রসঙ্গে ব্রুনো বলেন, ‘কোন ম্যানেজার (কোচ) চলে যেতে হলে দায় আমাদের ওপরও আসে। কারণ পুরো দলই ভাল করতে পারছিল না। ১৫ জন ফুটবলারকে বাদ দেওয়ার থেকে কোচকে সরানো সহজ রাস্তা। ম্যানেজারের বিদায় দলের জন্য অবশ্যই ভালো নয়। দল সেরা অবস্থায় নেই, ভালো করতে পারছে না। এর দায় কেবল তাকেই নিতে হয়েছে।’
টেন হাগের কাছে ক্ষমাও চেয়েছেন উল্লেখ করে তিনি আরও বলেন, ‘আমি ম্যানেজারের (টেন হাগ) সঙ্গে কথা বলে ক্ষমা চেয়েছি। তার বিদায়ে আমি হতাশ হয়েছি, তাকে সমর্থন করতে চেয়েছি। আমি গোল করতে পারছিলাম না এজন্য নিজেকেই দায়ী মনে হয়েছে।’