জীবনে চলার পথে অগণিত মানুষের সঙ্গে আমাদের পরিচয় হয়। এদের কারো প্রতি আবার একটা পর্যায়ে গিয়ে বিশেষ অনুভূতি সৃষ্টি হয়; যাকে আমরা বলি ‘প্রেমে পড়া’। সেই মানুষটিরও যদি আমাদের প্রতি একই অনুভূতি থাকে, তখন হয় এক মধুরেণ সমাপয়েৎ বা সুন্দর সমাপ্তি। কিন্তু পছন্দের মানুষের মন পাওয়া কি এতই সহজ! উত্তর হলো, না। তাই তো বহু চেষ্টার পরও কারও কারও ভালোবাসার নদীতে প্রেমের ভেলা ভাসে না! ‘সিঙ্গেল’ তকমা নিয়েই কেটে যায় জীবনের বড় একটি অংশ।
জীবনে সফল হতে যেমন কিছু কৌশল রয়েছে, তেমনি প্রেমে সফল হতে চাইলেও কিছু সূত্র মেনে চলা উচিত। এ বছর শেষ হতে আর মাত্র আড়াই মাস বাকি। যারা নতুন বছরে ‘সিঙ্গেল’ তকমা ঘোচাতে চান, তারা এখন থেকেই প্রস্তুতি শুরু করে দিন।
সঠিক পরিকল্পনা
যে কোনও কাজে সফল হতে গেলে পরিকল্পনা করা দরকার। আর এই আপ্তবাক্য প্রেমের ক্ষেত্রে একশত ভাগ খাঁটি। চলার পথে মনের মতো কাউকে না পেলে সাহায্য নিতে পারেন বিভিন্ন ডেটিং অ্যাপের। আজকাল ফেসবুকেও রয়েছে জীবনসঙ্গী খোঁজার একাধিক পেইজ ও গ্রুপ। সাহায্য নিতে পারেন সেখান থেকেও।
আবার আগে থেকেই যদি কাউকে পছন্দ থাকে, চলতি ভাষায় যাকে ‘ক্রাশ’ বলা হয়, সেক্ষেত্রে হবে আলাদা পরিকল্পনা। তাকে নিয়ে সব রকমের ‘ব্যাকগ্রাউন্ড রিসার্চ’ সেরে ফেলতে হবে। তিনি কী পছন্দ করেন, কার সঙ্গে মেশেন, কারও সঙ্গে ইতিমধ্যেই সম্পর্ক রয়েছে কিনা এসব জানার চেষ্টা করুন। তাহলে মানুষটির সঙ্গে আলাপ জমাতে সুবিধা হবে।
সংকোচ ঝেড়ে আলাপ জমান
বেশিরভাগ ক্ষেত্রেই আমরা পছন্দের মানুষের কথা কাছের বন্ধুদের জানিয়ে থাকি। কিন্তু প্রেমের নৌকা বাইতে চাইলে পরিচিত গণ্ডি থেকে বেরোতে হবে; নেটওয়ার্কিং বাড়াতে হবে। মনে রাখতে হবে, যেকোনো সম্পর্কের ভিত্তি হলো যোগাযোগ। ঐ মানুষটি কী ভাববেন, বাড়াবাড়ি হলো কিনা- এসব সংকোচ একদম ঝেড়ে ফেলুন। তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই পছন্দের মানুষের সঙ্গে আত্মবিশ্বাসের সঙ্গে আলাপ জমান। এ কাজ যত দ্রুত করবেন, আপনার প্রেমের গাড়ি তত জোরে এগোবে। সরাসরি কথা বলতে না পারলে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার অস্তিত্বের জানান দিন। তাঁর পোস্টে কমেন্ট করুন, ছবিতে মুগ্ধতার জানান দিন। তাঁর সাথে কোনোকিছু মিলে গেলে সঙ্গে সঙ্গে ‘অ্যাপ্রোচ’ করুন।
মেলে ধরুন নিজেকে মুখচোরা স্বভাবের হলে প্রেমের ওপর দায় দিয়ে কিন্তু লাভ নেই! আগে হয়তো পারিবারিক কোনও অনুষ্ঠানে যেতেন না। কলেজ-বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানগুলোয় বাড়িতে শুয়েবসে কাটিয়ে দিতেন। এবার থেকে তবে সবকিছুতে অংশ নিন। এ ছাড়া কোনও নির্দিষ্ট কাজে আপনার দক্ষতা বা প্রতিভা থাকলে তা লাইমলাইটে নিয়ে আসুন। নিজের মাঝেই সীমাবদ্ধ রেখে দেবেন না শখের কাজটিকে। ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টিকটক, লিংকড ইন-রয়েছে কত মাধ্যম! নিজেকে বারবার বলুন, গুটিয়ে থাকা আর নয়। দেখবেন আপনার আকাঙ্ক্ষিত মানুষের নজর ঠিক এসে পড়েছে আপনার ওপর।