বাংলাদেশের কাছে সাদা পোষাকে ধবলধোলাই হওয়ার ধাক্কা এখনো কাটিয়ে উঠতে পারেনি পাকিস্তান। এর মাঝেই আবার প্রস্তুত হতে হচ্ছে তাদের। আগামী মাসের শুরুতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে তিনটি টেস্ট খেলবে শান মাসুদের দল।
আগামী ৭ অক্টোবর থেকে মুলতানে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। দলে আছে বেশ পরিবর্তন। তবে তারুণ্য নয়, অভিজ্ঞতায় চোখ তাদের।
পাকিস্তান স্কোয়াডে ডেকেছে ৩৭ বছর বয়সী বাঁহাতি স্পিনার নোমান আলিকে। তিনি পাকিস্তানের হয়ে এখন পর্যন্ত ১৫টি টেস্ট ম্যাচ খেলেছেন। যেখানে তার উইকেট সংখ্যা ৪৭টি। এই অভিজ্ঞ স্পিনার শেষবার ২০২৩ সালের জুলাইয়ে টেস্ট খেলেছিলেন।
নোমান ছাড়াও লেগ স্পিনার আবরার আহমেদ এই সিরিজে থাকছেন। এদিকে ইনজুরি থেকে পুরোপুরি সেরে না ওঠায় ইংল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দলে জায়গা হয়নি পেসার খুররাম শাহজাদের। তার বদলে ডাক পেয়েছেন আমের জামাল।
তবে বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন টপ-অর্ডার ব্যাটসম্যান কামরান গুলাম এবং পেসার মোহাম্মদ আলী।
প্রথম টেস্টের পাকিস্তান স্কোয়াড : শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল, আমের জামাল, আবদুল্লাহ শফিক, আবরার আহমেদ, বাবর আজম, মির হামজা, মোহাম্মদ হুরাইরা, মোহাম্মদ রিজওয়ান, নাসিম শাহ, নোমান আলী, সাইম আইয়ুব, সালমান আলী আঘা, সরফরাজ আহমেদ এবং শাহিন শাহ আফ্রিদি।