ইংল্যান্ড ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন টমাস টুখেল। ১ জানুয়ারি ২০২৫ সাল থেকে দায়িত্ব পালন করবেন তিনি। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
সভেন–গোরান এরিকসন ও ফাবিও কাপেলোর পর ইংল্যান্ডের তৃতীয় বিদেশি কোচ হলেন টুখেল। ৫১ বছর বয়সী এই জার্মান কোচ হ্যারি কেইনদের দায়িত্ব নিতে পারেন এমন গুঞ্জণ ছিল কয়েকদিন ধরেই। অবশেষে তাই সত্যি হলো।
এবারের ইউরোর ফাইনালে স্পেনের কাছে হেরে শিরোপা খোয়ায় ইংল্যান্ড। হ্যারি কেইনদের সেই হারের পর ইংলিশদের প্রধান কোচের পদ ছাড়েন গ্যারেথ সাউথগেট। এরপর অন্তবর্তী কোচ হিসেবে লি কার্সলিকে নিয়োগ দেয়া হলেও স্থায়ী কোচের সন্ধানে ছিলো ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ)।
ইংলিশ ফুটবলের সঙ্গে বেশ পরিচিত টুখেল। এর আগে প্রিমিয়ার লিগে চেলসির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তাঁর অধীনে চ্যাম্পিয়ন্স লিগ, ফিফা ক্লাব বিশ্বকাপ এবং উয়েফা সুপার কাপ জিতেছে ব্লুজরা। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ডের হয়ে জার্মান কাপ এবং পিএসজির হয়ে দুইটি লিগ শিরোপা ও একবার ঘরোয়া ট্রেবলও জিতেছেন।
সাউথগেট দায়িত্ব ছাড়ার পর অন্তবর্তী কোচ হিসেবে নিয়োগ পাওয়া লি কার্সলির অধীনেই আগামী মাসে অনুষ্ঠিত হতে নেশন্স লিগে গ্রিস ও আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুইটিতে খেলবে ইংল্যান্ড।
এদিকে টুখেলকে প্রধান কোচ করার সিদ্ধান্ত আরও আগেই নেয়া হয়েছে বলে জানিয়েছে এফএ। জার্মান এই কোচ ৮ অক্টোবরই চুক্তি স্বাক্ষর করেছেন।