সমালোচনা যতই হোক আশরাফুল হোসেন ওরফে হিরো আলম থেমে নেই। তিনি নিজের মতো করেই বেশ কয়েকটি সামাজিক মাধ্যমে নিয়মিত ভিডিও প্রকাশ করেই চলেছেন। ফেসবুক-ইউটিউব থেকে মাসে যত আয় করেন হিরো আলম, জানালেন নিজেই
তবে শখ থেকে শুরু করলেও এখন এটিই তার অন্যতম আয়ের মাধ্যম। হিরো আলমের ভিডিও দেখে বা গান শুনে মানুষ যখন সমালোচনায় ব্যস্ত, ঠিক তখন মাসে ৫০ থেকে ৩ লাখ টাকা পর্যন্ত আয় করে নিচ্ছেন তিনি।ফেসবুকে হিরো আলমের ফলোয়ার ১৯ লাখ। আর ইউটিউবে তার অফিসিয়াল সাবস্ক্রাইবার ১৩ লাখেরও বেশি।
এই দুই মাধ্যম থেকেই তিনি আয় করে চলেছেন বলে জানিয়েছেন হিরো আলম নিজেই। হিরো আলম বলেন, ‘কোনো মাসে দেড় লাখ, কোনো মাসে ৩ লাখ আবার কোনো কোনো মাসে ৫০ হাজার টাকা আয় হয়। রোজগারের একটা বড় অংশ মানুষের হাতে তুলে দিই।
শুধু সোশ্যাল মিডিয়া থেকে প্রাপ্ত অর্থ নয়, শো করে আমি যে টাকা পাই তার একটা বড় অংশ আমি মানুষের সেবায় ব্যয় করি।’ বর্তমানে হিরো আলম অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ জামাইয়ের লড়াই’ও ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা মুক্তির অপেক্ষায়।