Close Menu
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Facebook X (Twitter) Instagram
Believe No Border Bangla
  • Technology
  • Entertainment
  • Lifestyle
  • Travel
  • Sports
  • Exclusive
  • Funny
  • Recipe
Believe No Border Bangla
Home » লাগবে না কোন টাকা, গ্যাস ছাড়া রান্নার মেশিন আবিষ্কার করলো ভারতীয় বিজ্ঞানী
Exclusive

লাগবে না কোন টাকা, গ্যাস ছাড়া রান্নার মেশিন আবিষ্কার করলো ভারতীয় বিজ্ঞানী

July 25, 20233 Mins Read

বর্তমান সময়ে যত দিন এগোচ্ছে ততই বিজ্ঞান এবং প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিত্যনতুন জিনিসপত্র তৈরি করা হচ্ছে। যেগুলির আবিষ্কার রীতিমতো সাড়া ফেলে দিচ্ছে সর্বত্র। এমতাবস্থায়, পুণের প্রিয়দর্শন সহস্ত্রবুদ্ধে “বায়ু” নামের এমনই একটি যন্ত্র আবিষ্কার করেছেন, যার মাধ্যমে তিনি দু’টি উপায়ে পরিবেশকে রক্ষা করছেন। মূলত, তাঁর তৈরি এই মেশিনটি একটি বায়োগ্যাস ডিভাইস। যা ভেজা বর্জ্য থেকে কার্বোহাইড্রেটকে মিথেন গ্যাসে রূপান্তরিত করে। পরিবেশের প্রতি দায়বদ্ধতা উপলব্ধি করে তিনি ২০১৫ সালে “বায়ু” নামের ওই যন্ত্রটি তৈরি করেন।

গ্যাস ছাড়া রান্না

ওই যন্ত্রের দারুণ সফলতার পর আজ তিনি বিভিন্ন ধরণের বর্জ্য পুনর্ব্যবহার করার জন্য যন্ত্র তৈরি করছেন। এই প্রসঙ্গে প্রিয়দর্শন বলেন, “আজ, আমার সামাজিক উদ্যোগ ‘বায়ু মিত্র’-র মাধ্যমে, আমি রান্নাঘরের বর্জ্য থেকে শুরু করে সব ধরণের বর্জ্যকে শক্তিতে রূপান্তর করতে কাজ করছি।”

নিজস্ব কারখানার বর্জ্য থেকে তৈরি প্রথম বায়োগ্যাস ডিভাইস: ২০১৫ সালে, প্রিয়দর্শন তাঁর বাবার অটো কম্পোনেন্ট ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে কাজ করতেন। যদিও, তিনি সর্বদাই পরিবেশ দূষণের বিষয়টিতে উদ্বিগ্ন থাকতেন। পাশাপাশি, তিনি এমন কিছু করতে চেয়েছিলেন যাতে সাধারণ মানুষও এতে যোগ দিতে পারেন এবং পরিবেশের প্রতি দায়বদ্ধতা প্রদর্শন করতে পারেন। এমতাবস্থায়, তিনি ডাঃ আনন্দ কারভের সাথে দেখা করেন, যিনি তাঁর সংস্থার মাধ্যমে বায়োগ্যাস নিয়ে কাজ করছিলেন। প্রিয়দর্শন তাঁর নির্দেশ মতো একটি ছোট বায়োগ্যাস ডিভাইস তৈরি করে ফেলেন। ২০১৫ সালে এই মেশিন তৈরির পর তিনি বায়োগ্যাসের ক্ষমতা সম্পর্কে প্রথম উপলব্ধি করেন।

প্রিয়দর্শন জানান, “আমি মনে করতাম এটি গোবর গ্যাস, যা শুধুমাত্র গ্রামাঞ্চলে ব্যবহার করা হয়। কিন্তু এই ছোট ডিভাইসটি তৈরি করার পরে, আমি বুঝতে পেরেছি যে এটি শহরাঞ্চলের জন্যও খুব প্রয়োজনীয় হতে পারে।” এমতাবস্থায়, তাঁর কারখানায় ওই ডিভাইসটি পরীক্ষা করার পরে, প্রিয়দর্শন তাঁর বন্ধুবান্ধব এবং আত্মীয়দের জন্য এমন আরও বায়োগ্যাস ডিভাইস তৈরি করেছিলেন।

“বায়ু” একই সাথে দু’টি সমস্যা নিয়ে কাজ করে: প্রিয়দর্শন জানিয়েছেন, প্রাথমিকভাবে এই ডিভাইসটি তৈরি করার পিছনে তাঁর উদ্দেশ্য ছিল শুধুমাত্র বর্জ্য সংগঠিত করা। কিন্তু যখন তিনি দেখলেন যে খাবারের বর্জ্যও এর কাজে লাগতে পারে তখন তিনি “বায়ু” নিয়ে আরও গবেষণা করে সেটিকে বেশি কার্যক্ষম করার কথা ভাবেন। তাঁর মতে,“যখনই আমরা কোনো শক্তি তৈরির কথা বলি, আমরা অনুভব করি যে একজন সাধারণ মানুষ তা করতে পারে না। কিন্তু এমন অনেক মাধ্যম ও উপায় আছে যার মাধ্যমে সাধারণ মানুষও শক্তি তৈরি করতে পারে। খাবারের বর্জ্য প্রতিটি বাড়িতে সবচেয়ে সহজলভ্য জিনিস, এটি যদি শক্তি উৎপন্ন করতে পারে তবে এর চেয়ে ভাল আর কি হতে পারে?”

এই চিন্তা করেই তিনি “বায়ু”কে সাধারণ মানুষের সঙ্গে যুক্ত করার চেষ্টা শুরু করেন। প্রিয়দর্শন প্রতিবেশীদের বাড়ি থেকে বেরিয়ে আসা ভেজা বর্জ্য “বায়ু”-র ডিভাইসে রাখতে বলেন। এই প্রসঙ্গে তিনি বলেন, “আমি যখন আমার প্রতিবেশীদের বলেছিলাম যে আপনাদের বাড়ির আবর্জনা আমার কাজে লাগবে, তখন অনেকেই খুশি হয়ে আমাকে আবর্জনা দিতে রাজি হন। তাঁরা বলতেন, আমাদের বর্জ্য কাজে আসছে, আর কি দরকার!” এভাবে তিনি প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া ভেজা বর্জ্য থেকে রান্নার গ্যাস তৈরি করতে শুরু করেন। এমনকি, তিনি জানান যে, এভাবে প্রতিদিন ছয় থেকে সাত কেজি ভেজা বর্জ্য দিয়ে একটি বাড়িকে এলপিজি মুক্ত করা সম্ভব।

এমতাবস্থায়, প্রিয়দর্শন তাঁর বায়োগ্যাস ডিভাইসটির বড় আকারে ব্যবহার শুরু করতে শহরের সাফাইকর্মীদের সাহায্য নিতে শুরু করেন। তিনি বলেন, “আমি মেথরদের প্রশিক্ষণ দেওয়া শুরু করেছি এবং এখন তাঁরা শহরের কিছু বাড়ি থেকে ভেজা বর্জ্য এনে বায়ুতে ফেলে দেন।”

“বায়ু” কিভাবে কাজ করে: “বায়ু” এমন একটি বায়োগ্যাস সিস্টেম, যার জীবন জীবাণুর মাধ্যমে নিহিত রয়েছে। এই জীবাণুগুলি বায়োগ্যাস তৈরি করে। “বায়ু” জৈব গ্যাসের সাথে তরল সার এবং জৈব ফাইবার সরবরাহ করে, যা গাছপালা ব্যবহার করে। এইভাবে একটি “বায়ু” একাধিক পরিবেশগত সমস্যা দূর করতে কাজ করে। এখনও পর্যন্ত, প্রিয়দর্শন সারা দেশে ৩২০ টি বায়ু ইন্সটল করেছেন। উল্লেখ্য যে, এগুলির ছোট ডিভাইসটি বানাতে খরচ হয় প্রায় ২৩ হাজার টাকা। অপরদিকে, বড়টির ক্ষেত্রে খরচ হয় প্রায় ১ লক্ষ টাকা।

exclusive আবিষ্কার করলো কোন গ্যাস গ্যাস ছাড়া রান্না ছাড়া টাকা না, বিজ্ঞানী ভারতীয় মেশিন রান্নার লাগবে

Related Posts

মা হয়েছেন প্রীতি

বিয়ে না করে আগেও মা হয়েছেন প্রীতি!

June 5, 2025
চ্যাম্পিয়ন - বেঙ্গালুরু

চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল বেঙ্গালুরু?

June 5, 2025
খাবার সেদ্ধ- বিপদ

যেসব খাবার সেদ্ধ না করে খেলেই বিপদ

May 27, 2025
Latest post
গার্লিক বিফ রেসিপি

গার্লিক বিফ তৈরি করার সহজ রেসিপি জেনে নিন

June 16, 2025
ফ্রিতে অনলাইনে ক্লাব বিশ্বকাপ

যেভাবে ফ্রিতে অনলাইনে দেখবেন ক্লাব বিশ্বকাপ

June 16, 2025
অভিনেত্রী পূজা ব্যানার্জি

প্রযোজকের সঙ্গে যে খারাপ কাজ করলেন নায়িকা পূজা!

June 16, 2025
স্ট্রোক জীবনযাপন পরিবর্তন

স্ট্রোক এড়াতে জীবনযাপনে যেসব পরিবর্তন আনবেন

June 13, 2025
অধিনায়কত্ব-মিরাজ

লম্বা সময়ের জন্য অধিনায়কত্ব পেলে ভালো হয় : মিরাজ

June 13, 2025
About us | DMCA | Privacy Policy | Contact

© 2025 BelieveNoBorder. All Rights Reserved

Type above and press Enter to search. Press Esc to cancel.