আপনি যদি চাকরির পরীক্ষার প্রস্তুতি নেন তাহলে অবশ্যই সাম্প্রতিক ঘটনা ও জেনারেল নলেজের প্রশ্নগুলি জেনে রাখা উচিত। কারণ এসএসসি, ব্যাংকিং ও রেলওয়ে যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি বেশি আসে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে, এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন প্রাণী আহত হলে মানুষের মতো কাঁদে?
উত্তরঃ ভাল্লুক।
২) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে প্লাস্টিকের নোটের চল রয়েছে?
উত্তরঃ অস্ট্রেলিয়া।
৩) প্রশ্নঃ ভারতের কোন শহরকে স্বপ্নের শহর বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।
৪) প্রশ্নঃ কোন দেশে সর্বাধিক পরিমাণে পুলিশ রয়েছে?
উত্তরঃ আমেরিকায়।
৫) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের লোকেরা সর্বাধিক পরিমাণে মদ পান করে?
উত্তরঃ ছত্রিশগড়।
৬) প্রশ্নঃ বিশ্বে কয়লা উৎপাদনে ভারতের স্থান কোথায়?
উত্তরঃ দ্বিতীয়।
৭) প্রশ্নঃ কোন ফলকে অমৃতের ফল বলা হয়?
উত্তরঃ পেয়ারাকে।
৮) প্রশ্নঃ ভারতের কোন রেল স্টেশনে যেতে ভিসা ও পাসপোর্ট দুই লাগে?
উত্তরঃ আটারি শ্যাম সিং রেলওয়ে স্টেশন, পাঞ্জাব।
Image
৯) প্রশ্নঃ ব্রিটিশরা তাদের প্রথম কারখানা কোথায় বানিয়েছিল?
উত্তরঃ গুজরাটের সুরাটে।
১০) প্রশ্নঃ ভারতের রাষ্ট্রীয় প্রতীক চিহ্ন কোনটি?
উত্তরঃ অশোক চক্র।
১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশে হাসপাতাল ট্রেন রয়েছে?
উত্তরঃ ভারতে।
১২) প্রশ্নঃ ভারতের সবচেয়ে নোংরাতম শহর কোনটি?
উত্তরঃ বিহারের রাজধানী পাটনা।
১৩) প্রশ্নঃ কোন দেশে কুকুর পোষা আইনত নিষিদ্ধ?
উত্তরঃ আইসল্যান্ডে।
১৪) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যের সরকারি ভাষা হল ইংরেজি?
উত্তরঃ নাগাল্যান্ড।
১৫) প্রশ্নঃ কোন প্রাণী সব কিছুকে দ্বিগুণ দেখে?
উত্তরঃ হাতি।