সরকারি হোক বা বেসরকারি যেকোনো ধরনের চাকরির ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা খুবই প্রয়োজন। এগুলি আমাদের নলেজের পরিধিকেও বাড়াতে সাহায্য করে। যাইহোক এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর পাঠকদের উদ্দেশ্যে নিয়ে আসা হয়েছে। এক নজরে দেখে নিন…
১) প্রশ্নঃ এশিয়া ও আফ্রিকার মাঝে কোন শহরে অবস্থিত?
উত্তরঃ লোহিত সাগর অবস্থিত।
২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি খনিজ তেল উত্তোলন হয়?
উত্তরঃ গুজরাট।
৩) প্রশ্নঃ আর্সেনিক দূষণের ফলে যে রোগটি হয় তার নাম কি?
উত্তরঃ ব্ল্যাক ফুট।
৪) প্রশ্নঃ ভারতে প্রথম বিমান চলাচল শুরু হয়েছিল কবে?
উত্তরঃ ১৯১১ সালে।
৫) প্রশ্নঃ কোন খেলোয়াড় ফুটবল ক্রিকেট উভয় বিশ্বকাপ খেলেছেন?
উত্তরঃ স্যার ভিভিয়ান রিচার্ডস।
৬) প্রশ্নঃ ভারতের কোন শহরকে ভালোবাসার শহর বলা হয়?
উত্তরঃ আগ্রা কে।
৭) প্রশ্নঃ কোন দেশে বিয়ের আগে মেয়েকে শ্বশুরবাড়ি পাঠানো হয়?
উত্তরঃ মায়ানমার।
৮) প্রশ্নঃ কোন প্রাণী তার জিভ মুখের বাইরে বের করতে পারেনা?
উত্তরঃ কুমির।
৯) প্রশ্নঃ কোন দেশে একটিও নদী নেই?
উত্তরঃ সৌদি আরব।
১০) প্রশ্নঃ ভারতের কোন হ্রদে শত শত কঙ্কাল দেখা যায়?
উত্তরঃ রূপকুন্ড হ্রদ।
১১) প্রশ্নঃ কর্কটক্রান্তি রেখা রাজ্যের মোট কয়টি জেলার উপর দিয়ে গেছে?
উত্তরঃ পাঁচটি। যথা- পুরুলিয়া, নদীয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমান।
১২) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের সীমানা কয়টি দেশের সাথে যুক্ত?
উত্তরঃ তিনটি — বাংলাদেশ, নেপালে ও ভুটান।
১৩) প্রশ্নঃ পশ্চিমবঙ্গের রাজধানী ক্যালকাটা থেকে কবে কলকাতা নাম পরিবর্তন করা হয়?
উত্তরঃ ২০০১ সালের ১লা জানুয়ারি।
১৪) প্রশ্নঃ গঙ্গা নদীর নাম কোথা থেকে হুগলি নদী হয়েছে?
উত্তরঃ যেখানে ভাগীরথী নদীতে দামোদর মিশেছে।
১৫) প্রশ্নঃ হিন্দি বা ইংরেজি নয়, জানেন ভারতের জাতীয় ভাষা কোনটি
উত্তরঃ সংবিধান অনুযায়ী ভারতের কোনো জাতীয় ভাষা নেই, কিন্তু সরকারি ভাষা হিসেবে হিন্দি ও ইংরেজি রয়েছে।