পড়াশোনা শেষ করার পর ছাত্র-ছাত্রীরা বড় পদে চাকরি পাওয়ার জন্য বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। এই সময় তারা তাদের পাঠ্য বিষয়ের পাশাপাশি কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি রপ্ত করে। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্ন নিয়ে আসা হয়েছে যা তাদের সহায়ক হতে পারে।
১) প্রশ্নঃ কোন শহরকে Big Apple বলা হয়?
উত্তরঃ নিউইয়র্ক কে।
২) প্রশ্নঃ চীন দেশের জাতীয় পশুর নাম কী?
উত্তরঃ জায়ান্ট পান্ডা (Giant Panda)।
৩) প্রশ্নঃ আলুর চিপ এর আবিষ্কার কত সালে হয়েছিল?
উত্তরঃ ১৮৫৩ সালে।
৪) প্রশ্নঃ সূর্যাস্তের দেশ কাকে বলা হয়?
উত্তরঃ নরওয়েকে (Norway)।
৫) প্রশ্নঃ মঙ্গল গ্রহে কোন গ্যাসের পরিমাণ সব থেকে বেশি?
উত্তরঃ কার্বন ডাই অক্সাইড।
৬) প্রশ্নঃ ভারত ছাড়া আম আর কোন কোন দেশের জাতীয় ফল?
উত্তরঃ পাকিস্তান ও ফিলিপাইনস।
৭) প্রশ্নঃ গান্ধীজিকে যখন হত্যা করা হয়েছিল তখন ঘড়িতে কটা বেজে ছিল ?
উত্তরঃ বিকাল ৫টা ১৭ মিনিট।
৮) প্রশ্নঃ এশিয়া মহাদেশের সব থেকে সুখী দেশ হল কোনটি?
উত্তরঃ ভুটান।
৯) প্রশ্নঃ ভারতের হলিউড কোন শহরকে বলা হয়?
উত্তরঃ মুম্বাইকে।
১০) প্রশ্নঃ পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয়?
উত্তরঃ গোদাবরী (Godavari) নদী কে।
১১) প্রশ্নঃ একজন প্রাপ্তবয়স্ক মানুষের শরীরের সমস্ত রক্ত খাওয়ার জন্য কতগুলি মশার দরকার পড়বে?
উত্তরঃ ১২ লক্ষ মশা।
১২) প্রশ্নঃ পৃথিবীর কোন দেশে কোনও আর্মি নেই?
উত্তরঃ আইসল্যান্ড।
১৩) প্রশ্নঃ ভারতের কোন গ্রামের বাড়িতে দরজা থাকে না?
উত্তরঃ মহারাষ্ট্রের আহমেদনগর জেলার শনি শিংনাপুর (Shani Shingnapur) গ্রামে।
১৪) প্রশ্নঃ ই-মেইলের আবিষ্কারক কে?
উত্তরঃ শিবা আইয়াদুরাই (Shiva Ayyadurai)।
১৫) প্রশ্নঃ ব্রিটিশরা ভারত থেকে কত টাকার সম্পত্তি লুট করে নিয়ে গেছে?
উত্তরঃ ৪৫ ট্রিলিয়ন ডলার (১৭৬৫ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত)।