মিডিয়ার দৌলতে আজকাল হামেশাই ধাঁধার প্রশ্নগুলি ভাইরাল হতে দেখা যায়। এগুলি মানসিক চাপ কমাতে যেমন সাহায্য করে তেমনি ভরপুর আনন্দ দেয়। আবার কখনো কখনো ইন্টারভিউতেও এই ধরনের প্রশ্নগুলি করা হয় ওই প্রার্থীর উপস্থিত বুদ্ধির জন্য। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে।
১) প্রশ্নঃ মানুষ প্রথম কোন প্রাণীর দুধ পান করেছিল?
উত্তরঃ ভেড়া।
২) প্রশ্নঃ কোন পাখির ডিম সবচাইতে বড়?
উত্তরঃ উট পাখির ডিম সবচাইতে বড়।
৩) প্রশ্নঃ ভিভো কোন দেশের মোবাইল কোম্পানি?
উত্তরঃ চীন দেশের।
৪) প্রশ্নঃ কোন সবজি খেলে রক্ত বিশুদ্ধ হয়?
উত্তরঃ পেঁপে।
৫) প্রশ্নঃ কোন রাজ্যে কোণার্ক সূর্য মন্দির অবস্থিত?
উত্তরঃ ওড়িশায়।
৬) প্রশ্নঃ কোন দেশের মানুষ ভারতে যেতে পারে না?
উত্তরঃ উত্তর কোরিয়া।
৭) প্রশ্নঃ কোন ফুলটি ৩৬ বছরে একবার ফোটে?
উত্তরঃ নাগপুষ্প।
৮) প্রশ্নঃ স্বাধীনতার পর ভারতের সাধারণ নির্বাচন কবে শুরু হয়?
উত্তরঃ ১৯৫৭ সালে।
৯) প্রশ্নঃ ভারতের কোন গ্রামটি ভূতের ভয়ে জনশূন্য হয়ে পড়েছে?
উত্তরঃ রাজস্থানের কুলধারা গ্রাম।
১০) প্রশ্নঃ কোন প্রাণী জলে বাস করে কিন্তু জল পান করে না?
উত্তরঃ ব্যাঙ।
১১) প্রশ্নঃ একজন মানুষ তার জীবনে কত বছর ঘুমিয়ে কাটায়?
উত্তরঃ ২৫ বছর।
১২) প্রশ্নঃ মোবাইলকে বাংলায় কি বলা হয়?
উত্তরঃ চলভাষ।
১৩) প্রশ্নঃ কোন প্রধানমন্ত্রীর তিনটি বিয়ে করেছিলেন?
উত্তরঃ মোরারোজি দেশাই (ভারতের চতুর্থ প্রধানমন্ত্রী)।
১৪) প্রশ্নঃ পাকিস্তানের জাতীয় পশু কী?
উত্তরঃ ছাগল।
১৫) প্রশ্নঃ মেয়েদের কোন জিনিস ছেলেদের টিপতে দেয় না?
উত্তরঃ মোবাইল ফোন (বিভ্রান্ত করার জন্য এমন প্রশ্ন করা হয়)।