অবসর সময় কাটানোর এক দুর্দান্ত মাধ্যম হল ধাঁধা। ধাঁধা নানান রকমের হতে পারে। ছবি ধাঁধা, অঙ্ক ধাঁধা এবং এমনকি শব্দ ধাঁধাও হয়। আজকের এই প্রতিবেদনে কিছু মজাদার ধাঁধা পেশ করা হল। দেখুন তো আপনি কটার উত্তর পারেন? বন্ধুদেরকেও এই প্রশ্ন জিজ্ঞাসা করুন ও মজা নিন।
১. একটা ডিমকে না ভেঙেও খাওয়ার উপায় কী?
উঃ- সেদ্ধ করে একটা ডিমকে না ভেঙেও খাওয়া যায়। তবে এক্ষেত্রে মুরগির ডিমের কথা বলা হচ্ছে না, মাছের ডিমের কথা বলা হচ্ছে। মাছের ডিম না ভেঙেও সেদ্ধ করে খাওয়া যায়।
২. বিছানায় স্বামী কি করলে স্ত্রীর কষ্ট হয়?
উঃ- বিছানায় স্বামী ঘুমিয়ে নাক ডাকলে স্ত্রীর কষ্ট হয়।
৩. একটি জিনিস আছে, যা মেয়েদের শরীরের জিনিস হিসাবে পরিচিত। সেটা সবাই রান্না করে খায়। জিনিসটি কী?
উঃ- জিনিসটির নাম হল ‘লেডিজ় ফিঙ্গার’। এটি বাংলায় ঢ্যাঁড়শ নামে পরিচিত।
৪. একটি দেশ আছে, যেখানে একটাও পুরুষ নেই। দেশটির নাম কী?
উঃ- এমন দেশ যেখানে একটাও পুরুষ নেই, তার নাম হল সন্দেশ। সন্দেশে পুরুষ বা মহিলা কেউই থাকে না।
৫. মেয়েদের কাছে ৪টি এবং মহিলাদের কাছে ৫টা আছে। সেটা কী?
উঃ- ‘মেয়েদের’ শব্দে ৪টি অক্ষর আছে এবং ‘মহিলাদের’ শব্দে ৫টি অক্ষর আছে।
৬. এমন একটা জিনিস আছে, যেটা মেয়েদের ২টো আছে এবং গরুর ৪টে আছে। জিনিসটা কী?
উঃ- এমন একটা জিনিস আছে, যেটা মেয়েদের ২টো আছে এবং গরুর ৪টে আছে, সেটা হল পা। ছেলে ও মেয়ে উভয়েরই ২টো করে পা থাকে।
৭. মেয়েদের দুটো এবং ছেলেদের ৩টে থাকে, সেটা কী?
উঃ- অক্ষর। ‘নারী’তে ২টো অক্ষর আছে এবং ‘পুরুষ’-এ তিনটে অক্ষর আছে।
৮. কাক থেকে কী বাদ দিলে গরু তৈরি হয়?
উঃ- কাক থেকে ‘r’ বাদ দিলে গরু তৈরি হয়। কাককে ইংরেজিতে বলে ‘crow’। এই শব্দ থেকে ‘r’ বাদ দিলে হয়ে যাবে ‘cow’। এর বাংলা অর্থ হল গরু।