আমরা যেখানেই থাকি না কেন, দিন শেষে নিজেদের ঘরেই ফিরে আসি। কিন্তু অনেক সময় মনে হয় বাড়িতে নতুনত্বের আভা নেই। তাই মাঝে মাঝে ঘরের সাজসজ্জায় একটু পরিবর্তন আনার চেষ্টা করুন। রঙ, আসবাবপত্র, লাইটিং-এ আনতে পারেন আধুনিকতার ছোঁয়া। অনেকেই মনে করেন এ সব ডেকোরেশন ব্যয়বহুল। তবে কিছু উপায় রয়েছে যার জন্য মোটা বিনিয়োগের প্রয়োজন হবে না।
আলোর পরিবর্তন
ঘরে প্রাকৃতিক এবং কৃত্রিম আলোর সংমিশ্রণ আনুন। এটি আপনার ঘরে আলাদা করে জীবন যুক্ত করবে। এ জন্য ভারী পর্দা ব্যবহার করবেন না। তাহলে বাইরের আলো প্রবেশ করবে। নিজের বাড়ি আরও উজ্জ্বল দেখানোর জন্য ল্যাম্প, ঝাড়বাতি বা ডিমারের মাধ্যমে কৃত্রিম আলোর ব্যবহার করতে পারেন। আরও বেশি সৌন্দর্যের জন্য মোমবাতি দিয়ে ঘর সাজাতে পারেন। এ ক্ষেত্রে সুগন্ধযুক্ত মোমবাতি রাখার বিষয়টি বিবেচনা করুন। এই মোমবাতিগুলো অতিরিক্ত আলো আনবে। এদের সুগন্ধ আপনাকে সতেজ রাখবে।
দেয়াল সাজান
ঘরের দেয়ালগুলো খালি না রেখে সাজিয়ে নিন। ডাইনিং রুমে ওয়াল স্টিকার লাগাতে পারেন। বেড রুমে পরিবারের ছবি টানাতে পারেন। এ ছাড়া, নানা রকম ফুল, ঝুলন্ত সরঞ্জাম কিংবা ঘড়ি টানিয়ে দিতে পারেন। তবে খেয়াল রাখবেন, খুব বেশি জিনিসপত্র দিয়ে দেয়াল সাজাতে যাবেন না। এতে সুন্দর লাগার পরিবর্তে, ঘর আরও বেশি বাজে দেখাবে।
সবুজের ছোঁয়া
এইচটি লাইফস্টাইলকে দেওয়া এক সাক্ষাৎকারে বেদ এক্সপোর্টসের প্রতিষ্ঠাতা পলাশ আগরওয়াল বলেন, “আপনার ঘরকে রূপান্তরিত করার সবচেয়ে সহজ এবং সাশ্রয়ী উপায় হল সবুজ অন্তর্ভুক্ত করা। ইনডোর প্ল্যান্ট, প্ল্যান্ট ফ্রেম বা ঝুলন্ত উদ্ভিদ যোগ করুন। শুধু গাছপালা ই নয়, ফুলও ঘরে প্রাণবন্ততা এবং সতেজতার অনুভূতি যোগ করবে। আপনি এগুলো ঝুলিয়ে রাখতে পারেন। আবার ফুলদানিতেও সাজিয়ে রাখতে পারেন। সেন্টার টেবিল, ডাইনিং টেবিল, জানালার কাছে নানা রকম গাছ রাখতে পারেন”। তিনি পরামর্শ দিয়েছেন, সোফার কাছে বা টেলিভিশন পাশে একটি বড় পাত্রে লম্বা ইনডোর প্ল্যান্ট রাখতে পারেন। যাতে এটি ঘরের প্রতিটি কোণ থেকে দেখা যায়।
সোফা এবং টেবিল সাজিয়ে তুলুন
সোফা এবং সেন্টার টেবিল পরিবর্তন করুন। লিভিং রুমকে প্রাণবন্ত করার একটি সহজ উপায়। অবশ্য এটি ব্যয়বহুল। সে ক্ষেত্রে, সোফা এবং টেবিলের স্থান পরিবর্তন করে নিতে পারেন। বালিশের কভার, টেবিল রানার, রাগ যুক্ত করুন। টেবিলে ফুলদানি দিয়ে দিতে পারেন। এক কোণে কার্পেট বা রাগের উপরে বিভিন্ন আকারের কুশন ফেলে দিন। এতে আপনার রুম দেখাবে আরও সতেজ।
https://bangla-bnb.saturnwp.link/malaysiya-je-jayga/
আরামদায়ক স্থান
নিশীথ গুপ্তা, স্বপ্না কার্পেট-ম্যাটস-এর ডিরেক্টর হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “নিজের ঘরে একটি আরামদায়ক স্থান বানিয়ে নিন। এটি ঘরে ক্লাসিক লুক এনে দেবে। জানালা বা বারান্দার নিকটবর্তী কোণগুলো ব্যবহার করুন”। যেখানে বসে আপনি চা খেতে খেতে গল্পের বই পড়তে পারবেন। এক কাপ কফি হাতে নিয়ে বৃষ্টি উপভোগ করতে পারবেন। এ জন্য রাগ ব্যবহার করুন। খুব বেশি আসবাবপত্র দিয়ে এই কোণে ভিড় করবেন না। বুকশেল্ফ, ফ্লোর ল্যাম্প, ইনডোর প্ল্যান্ট, ওভার-সাইজ সোফা দিয়ে জায়গাটি করে তুলুন প্রাণবন্ত।
সূত্র- হিন্দুস্তান টাইমস