বর্তমানে গজল ও নাশিদকে ইসলামি সংগীত বলা হয় এবং এই ইসলামি সংগীতের নামে অনেক শিল্পী সেই সংগীতে নানা ধরনের মিউজিক ব্যবহার করে। এর মধ্যে বাংলাদেশের অনেক পরিচিত মুখ রয়েছে। এ ব্যাপারে শরিয়তের বিধান নিয়ে নানা ব্যাখ্যা শোনা যায়, যার অধিকাংশই ভুল ও মনগড়া।
আলোচ্য বিষয়ে ইসলামি স্কলারদের অভিমত হলো, বাদ্য-বাজনা শোনা নাজায়েজ। তাই হামদ-নাতের সঙ্গে বাদ্য-বাজনা থাকলে ওই হামদ-নাত শোনা জায়েজ হবে না।
https://bangla-bnb.saturnwp.link/pelastine-er-bosobas/
এ ছাড়া হামদ-নাত, গজলের সঙ্গে এটা যুক্ত করা মারাত্মক বেয়াদবিও বটে। তাই এমন কাজ থেকে বিরত থাকা কর্তব্য। তবে হামদ-নাত, গজল যদি সম্পূর্ণ বাজনা ও মিউজিক মুক্ত হয় এবং তার কথা যদি সহিহ হয়, শরিয়তের কোনো আকিদা বা নির্দেশের পরিপন্থি না হয় তাহলে তা বলা ও শোনা জায়েজ।