গুগল ক্যালেন্ডার অনেকের জন্য একটি উপকারি অ্যাপ। শুধু তারিখ দেখার জন্য কার্যকর তা বলা যাবে না। ২০২১ সাল থেকে তারা অ্যাপে কোনো সপ্তাহে তাদের কাজ করার লোকেশন যুক্ত করার সুযোগ দিয়েছে। এখন তারা এই সুযোগকে আরেকটু বিস্তৃত করার সিদ্ধান্ত নিয়েছে।
অর্থাৎ দিনের নির্দিষ্ট সময়ে তারা কোথায় কাজ করবে তা এখন সহজেই জেনে নেওয়া যাবে। কোম্পানির কাছে মনে হয়েছে এই ফিচারের মাধ্যমে অ্যাপের ব্যবহার আগের তুলনায় অনেক বাড়বে।
অনেকেই আছেন যারা একাধিক লোকেশনে কাজ করেন। বাসা, অফিস এমনকি একাধিক ভবনে যাদের নিয়মিত কাজ করতে হয় তাদের জন্য এই ফিচার অনেক কাজের হবে বলে গুগলের প্রত্যাশা। একটু বুঝিয়ে বললে ভালো হয়। মনে করুন, আপনি ক্যালেন্ডারে সেট করলেন সকালে আপনি ঘরে কাজ করবেন। আর বিকেলে অফিসে কাজ করবেন। আপনি ক্যালেন্ডারের এই নোট যখন শেয়ার করবেন তখন আপনার সহকর্মীরা বুঝতে পারবে আপনি কেমন শিডিউল অনুসরণ করছেন। ফলে তাদের আপনাকে খোঁজার জন্য ব্যতিব্যস্ত হতে হবে না। তারা আপনার সঙ্গে সহজে যোগাযোগ করার ব্যবস্থা করে নিতে পারবে।
নতুন এই ফিচারটি ৬ জুলাই চালু করা হয়েছে। নতুন আপডেটের পর গুগল ক্যালেন্ডারে এখন ‘ওয়ার্কিং লোকেশন’ নামে একটি অপশন যুক্ত হয়েছে। এমনকি আপনি কি কাজ করবেন তাও সেখানে লিখে দেয়া যাবে। আপনাকে শুধু লোকেশন দিতে হবে। আবার সেখান থেকে আপনি তারিখ পরিবর্তন করতে পারবেন।
এই ফিচারটি গুগল ওয়ার্কপ্লেস বিজনেস স্ট্যান্ডার্ড, বিজনেস প্লাস, এন্টারপ্রাইজ স্ট্যান্ডার্ড, এন্টারপ্রাইজ প্লাস, এডুকেশন ফান্ডামেন্টাল, এডুকেশনাল স্ট্যান্ডার্ড, এডুকেশন প্লাস, টিচিং এন্ড লার্নিং আপগ্রেড ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করা যাবে।