গোপালগঞ্জের কাশিয়ানীতে সাবেক ও বর্তমান ইউপি সদস্য সমর্থকদের মধ্যে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গ্রাম্য প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জেরে অন্তত ২৫টি বাড়িঘরে হামলার খবর পাওয়া গেছে। সোমবার (৭ অক্টোবর) সকাল ৭টার দিকে কাশিয়ানী সদর ইউনিয়নের খারহাট মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানায়, সাবেক ইউপি সদস্য বদিউজ্জামান বতু গ্রুপ ও বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার গ্রুপের মধ্যে এলাকায় প্রভাব বিস্তার ও পূর্বশত্রুতার জের ধরে দুই গ্রুপের অন্তত ২৫টি বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।
এসময় বতু গ্রুপের পুরুষ লোকজন কেউ বাড়িতে ছিলেন না। বর্তমান ইউপি সদস্য আবু জাফর শিকদার গ্রুপের লোকজন বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাট করে এলাকা ত্যাগ করে। পরে খবর পেয়ে কাশিয়ানী, মুকসুদপুর থানা পুলিশ ও কাশিয়ানী ও মুকসুদপুর সেনা টহল টিম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
উভয় পক্ষই পলাতক রয়েছে। গত ৫ অক্টোবর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০জন আহত হয়। সেই ঘটনার জেরে আজ সোমবার সকালে এই হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.শফিউদ্দিন খান বলেন, পরিস্থিতি বর্তমানে আমাদের নিয়ন্ত্রণে রয়েছে।