ভারতের বাজারে দু’টি জনপ্রিয় মোটর বাইক প্রস্তুতকারক সংস্থা হল হিরো মটোকর্প ও হার্লে ডেভিডসন। এবার এই দুই সংস্থা একসঙ্গে তৈরি করতে চলেছে নতুন কিছু বাইক যার মধ্যে হার্লে ডেভিডসন X440। শোনা যাচ্ছে বাইকটি রয়্যাল এমফিল্ডকে টেক্কা দিতে পারে। আর তা শোনা পর অনেকেই আগ্রহী হয়েছেন এটির বিস্তারিত জানার জন্য। এটি একটি রোডস্টাড বাইক।
বাইকটি কিনতে চাইলে মাত্র ৫৪,০০০ টাকায় এটি বাড়িতে নিয়ে আসুন। এটি ৪৪০ সিসি যুক্ত একটি মোটর বাইক। এটির এক্স শোরুম মূল্য ২.২৯ লক্ষ টাকা থেকে ২.৬৯ লক্ষ টাকা। ইতিমধ্যে বাজারে বাইকটি তিনটি ভ্যারিয়েন্টে লঞ্চ করেছে। এত দুর্দান্ত একটি বাইক এত কম দামে কেনার সুযোগ হাতছাড়া করবেন না। তবে কীভাবে কিনবেন তা জানানোর আগে বাইকটির বিস্তারিত বিবরণ আলোচনা করা যাক।
বাইকটিতে থাকছে সামনে ও পিছন চাকায় ডিস্ক ব্রেক, ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, ব্লুটুথ কানেকটিভিটি, এলইডি লাইট, ইউএসবি চার্জিং পোর্ট। বাইকটি কম দামে বাড়িতে আনতে গেলে ইএমআই-এর মাধ্যমে কিনতে পারেন। আপনি যদি ১০ শতাংশ সুদের হার ও ৩ বছরে মেয়াদে কিনতে চান তবে ৫৪,০০০ টাকা দিয়ে বাইকটি বাড়িতে আনতে পারবেন। হার্লে ডেভিডসন বাইকটির অন রোড দাম ২.৬৭ লক্ষ টাকা।
Harley-Davidson X440 ভিভিড ভ্যারিয়েন্ট মডেলটির অন রোড দাম ২.৯১ লক্ষ টাকা। শতাংশ সুদের হারে ৩ বছর মেয়াদে এটি ৫৮,০০০ টাকায় কিনতে পারবেন। Harley-Davidson X440 এস ভেরিয়েন্টের মডেলের অন রোড দাম ৩.১৩ লক্ষ টাকা। এটি ৬২,০০০ টাকা ডাউন পেমেন্ট জমা করে কিনতে পারবেন। তার জন্য প্রতি মাসে ৬-৮ হাজার টাকা ইএমআই দিতে হবে।