মোটরবাইক চালানোর সময় হেলমেট পরা বাধ্যতামূলক। হেলমেট চালক ও আরোহীকে দুর্ঘনায় অনেকটাই নিরাপদ রাখে। কিন্তু তারপরও অনেকেই হেলমেট পরতে গড়িমসি করেন। হেলমেট নিয়ে ব্যাপক উদাসীনতা দেখা যায় রাইডারদের মধ্যে। যার দরুন সড়ক দুর্ঘটনার সংখ্যা বিগত দিনে ক্রমশ বেড়ে চলেছে। হেলমেট ছাড়াই দ্রুত গতিতে বাইক চালানো বা সঠিক ভাবে হেলমেট না পরে বাইক চালানোর প্রবণতা এখন সর্বত্র।
অপরাধ ও দুর্ঘটনা রুখতে বিগত দিনে কড়া পদক্ষেপ নিয়েছে ট্রাফিক পুলিশ। কিন্তু এতকিছুর পরও সচেতনতার অভাব চালকদের মধ্যে। তাই হেলমেট ছাড়া দুই চাকা চালানো হোক অথবা সঠিক ভাবে হেলমেট না পরা সব ক্ষেত্রেই ভারী জরিমানা আরোপ করা হচ্ছে বাইক আরোহীদের।
পরিস্থিতি বদলাতে পারে খুব শিগগিরই। কেননা, এমন এক প্রযুক্তি নিয়ে কাজ করছে ভারতের ওলা নামের একটি অনলাইন ট্রান্সপোর্টেশন সার্ভিস। তাদের উদ্ভাবিত স্কুটার চালাতে হলে অবশ্যই হেলমেট পরিধান করতে হবে। হেলমেট না পরলে স্কুটারের ইঞ্জিন চালু হবে না। যেখানে মাথায় হেলমেট না থাকলে চালুই হবে না মোটরসাইকেল।
সড়ক দুর্ঘটনা কমাতে স্টেট অব দ্য আর্ট হেলমেট ডিটেকশন সিস্টেম আনছে ওলা ইলেকট্রিক। এই প্রযুক্তির সুবিধা হল এতে একটি অ্যাডভান্সড ক্যামেরা প্রযুক্তি থাকবে। এই ক্যামেরা থেকে ক্যাপচা করা ডেটা ট্রান্সফার করা হবে ভেহিকেল কন্ট্রোল ইউনিটে যা বর্তমানে ইলেকট্রিক গাড়িতে ব্যবহার করা হয়।
এই ডেটার সঙ্গে যুক্ত থাকে ইলেকট্রিক মোটরসাইকেলের মোটর কন্ট্রোল ইউনিট যা সাধারণত ওই যানবাহন রাইড মোডে থাকবে নাকি স্ট্যান্ডবাই মোডে থাকবে তা নির্ধারণ করে। হেলমেট ডিটেকশন সিস্টেমে যদি ধরা পড়ে রাইডারের মাথায় হেলমেট নেই তাহলে তৎক্ষণাৎ বাইকটি পার্কিং মোডে চলে যাবে।
জমি থেকে একচুলও নড়বে না ওই বাইক বা স্কুটার। আর ঠিক এখানেই বিশেষত্ব প্রযুক্তিটির। জানা গিয়েছে, টু হুইলারের যে ডিজিটাল স্ক্রিন রয়েছে সেখানে হেলমেট পরার কথা মনে করাতে থাকবে এই বৈশিষ্ট্য।
এমনকি সিস্টেমটি যতক্ষণ না নিশ্চিত করবে যে রাইডারের মাথায় হেলমেট আছে ততক্ষণ টু হুইলার চালু হবে না। ওলার পাশাপাশি সম্প্রতি টিভিএস মোটরও জানিয়েছে একটি ক্যামেরা ভিত্তিক হেলমেট রিমাইন্ডার সিস্টেম আনতে চলেছে।
তবে এতে কেবল হেলমেট পরার সতর্কবার্তাই পাবে রাইডার। যেখানে ওলার সিস্টেমে রাইডারের মাথায় হেলমেট না থাকলে রিমাইন্ডারের সঙ্গে চালুই হবে না বাইক বা স্কুটার।