জনসমাবেশে থাকুন কিংবা বাড়িতে, যে সময়ই হেঁচকি সমস্যা দেখা দিক না কেন তা বিব্রত অবস্থায় ফেলে দেয় আপনাকে। কি তাই না? যদি দ্রুত হেঁচকি বন্ধ করার সহজ উপায় না জানা থাকে তবে আজকের আয়োজন আপনারই জন্য।
বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়, হেঁচকি উঠলে অনেকেই পানি খেয়ে ফেলেন। বিশেষজ্ঞরা বলছেন, গরম খাবারের সঙ্গে ঠাণ্ডা খাবার খেলে কিংবা কোনো খাবার দ্রুত খেতে চেষ্টা করলে হেঁচকি সমস্যার সম্মুখীন হতে পারেন।
এই সমস্যায় শুধু পানিই কিন্তু একমাত্র সমাধান নয়। ঘরোয়া অনেক উপায়ই রয়েছে যার মাধ্যমে দ্রুত আপনি হেঁচকি সমস্যা থেকে সমাধান পেতে পারেন।
১। হেঁচকি সমস্যার সমাধান করতে প্রথমেই আপনি যে উপায়টি বেছে নিতে পারেন তা হলো লম্বা একটি শ্বাস নিন। এই শ্বাস ভেতরে অনেক ক্ষণ ধরে রাখতে চেষ্টা করুন।
এই কাজটি করার সময় অবশ্যই নাক বন্ধ রাখুন। শ্বাস বার করতে না পারার কষ্ট অসহ্য হয়ে উঠলে ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। কয়েকবার এই পদ্ধতি মেনে চললেই হেঁচকি সমস্যার সমাধান হবে।
২। দুই কানে দুই আঙুল ঢুকিয়ে শ্বাস বন্ধ করেও হেঁচকি সমস্যার সমাধান করতে পারেন। এক চামচ মাখন ও চিনিও হেঁচকি কমাতে দারুণ কাজ করে।
৩। লেবুর টক স্বাদ মুখের ডায়াফ্রাম পেশিগুলোকে উত্তেজিত করে। হেঁচকি ওঠার সময়ে এক টুকরো লেবু মুখে রাখতে পারেন।
৪। হেঁচকি সমস্যায় আরও একটি কার্যকর উপায় রয়েছে। ছোট একটা বরফের টুকরো মুখে রাখলে তা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। গলে যাওয়া পানি গিলে ফেলেও হেঁচকি সমস্যা থেকে মুক্তি পাবেন।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b8-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a3-%e0%a6%af%e0%a7%87%e0%a6%ad%e0%a6%be%e0%a6%ac/
৫। কোনো কিছু দেখে হঠাৎ ভয় পেলে বা আতঙ্কিত হলে হেঁচকি কিন্তু বন্ধ হবেই। তা কি আপনি জানেন? এছাড়া দ্রুত হেঁচকি বন্ধে অ্যান্টাসিড ট্যাবলেটেরও সাহায্য নিতে পারেন। অ্যান্টাসিডে থাকা প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম আপনার নার্ভগুলোকে দ্রুত শান্ত করতে পারে। যার ফলে হেঁচকি থেমে যায় মুহূর্তেই।