হিরো মটো কর্পের লিজেন্ডারি বাইক স্প্লেন্ডর মডেল। পুরনো এই মডেলটিকে সুপার স্প্লেন্ডর নামে ব্র্যান্ডিং করছে হিরো। এবার এই সুপার স্প্লেন্ডর মডেলের নতুন ভার্সন এলো।
সম্প্রতি ভারতের বাজারে এলো সুপার স্প্লেন্ডর ক্যানভাস ব্ল্যাক। সাশ্রয়ী দামের এই বাইকে নজরকাড়া লুক দিয়েছে হিরো। সঙ্গে বাম্পার ফিচার। সুপার স্প্লেন্ডার বাইকটি ভারতে বহু দিন ধরেই সবথেকে বেশি পরিমাণে বিক্রি হওয়া বাইকগুলির একটি। এর একটি নতুন অল-ব্ল্যাক এডিশন লঞ্চ হল।
সুপার স্প্লেন্ডর মডেলটিকে বলা হয় মধ্যবিত্তের বাইক। শুধু দামেই সাশ্রয়ী নয়, মাইলেজেও সেরা। লেটেস্ট মডেলের সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশন ভারতে বিক্রি হচ্ছে ৭৭ হাজার ৪৩০ রুপিতে।
হিরো মটো কর্পের পক্ষে দাবি করা হয়েছে, মোটরসাইকেলটির এই লেটেস্ট ভার্সন আগের মডেলগুলোর তুলনায় আরও পরিণত মাইলেজ অফার করবে। এক লিটার পেট্রোলে ৬০-৬৮ কিলোমিটার মাইলেজ পাওয়া যাবে। নতুন ভার্সনে ১৩ শতাংশ বেশি মাইলেজ মিলবে।
heroহিরো মটো কর্পের চিফ গ্রোথ অফিসার রনজিভিৎ সিং বলেন, ‘ক্যানভাস ব্ল্যাক এডিশনের এই নতুন হিরো সুপার স্প্লেন্ডার বাইকটি কাস্টমারের চাহিদাকে একবারে নতুন পর্যায়ে নিয়ে যেতে চলেছে স্বস্তির সব দিক খেয়াল রেখে এবং দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে। আমাদের ব্র্যান্ডের প্রতিশ্রুতি এই নতুন বাইকটি যে সব দিক থেকে মেটাতে চলেছে, সেই দিক থেকেও আমি এক প্রকার নিশ্চিত।’
নাম থেকেই পরিষ্কার হিরো সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশনটি সম্পূর্ণ ব্ল্যাকড-আউট প্রোফাইলে হাজির হয়েছে, যাতে এমনই ক্রোম ট্রিটমেন্ট দেওয়া হয়েছে,যা গ্রাহকদের পুরোদস্তুর রিফ্রেশিং লুক দিতে চলেছে। এই মোটরসাইকেলের গুরুত্বপূর্ণ ফিচারের মধ্যে রয়েছে সম্পূর্ণ নতুন সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ইউএসবি চার্জার।
hero১২৫ সিসির বাইকে রয়েছে এয়ার কুলড ৪ স্ট্রোক, সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। সুপার স্প্লেন্ডার ক্যানভাস ব্ল্যাক এডিশনটি ১০.৭ বিএইচপি পাওয়ার দিতে পারে ৭৫০০ আরপিএমে এবং সর্বাধিক ১০.৬ নিউটন মিটার টর্ক দিতে পারে ৬০০০ আরপিএমে।
https://bangla-bnb.saturnwp.link/valo-thakte-ja/
এতে রয়েছে একটি অ্যাডভান্সড প্রোগ্রামড্ ফুয়েল ইঞ্জেকশন (এফ) সিস্টেম, ওয়েট মাল্টি প্লেট ক্লাচ এবং অল-নিউ ৫-স্পিড গিয়ারবক্স, যা পরিণত রাইডিং অভিজ্ঞতা দিতে পারবে হাইওয়েতে ব্যাপক ট্রাফিকের সময়।