বর্তমানে যেসব গাড়ির গতি ঘন্টায় ২০০ মাইল প্রতি ঘন্টায়, সেসব গাড়িই দ্রুতগতির গাড়ি হিসেবে চিহ্নিত হয়ে থাকে। পৃথিবীর বুকে এখন যেসব গাড়ি আছে তাদেরমধ্যে বেশ কিছু গাড়ি আছে, যেগুলো তাদের গতির জন্যই সমাদ্রিত। গাড়ি গবেষকদের বিচারে এমন ৪ টি গাড়ি সম্পর্কে জেনে নেয়া যাক।
১। কোয়েনিগস্যাগ অ্যাগেরা আর
সর্বোচ্চ গতিঃ ২৭৩ মাইল প্রতি ঘণ্টায়
০-৬২ মাইল/ঘণ্টা- ৩ সেকেন্ড
সুইডিস কোম্পানি ক্রিস্টিয়ান ভন কোয়েনিগস্যাগ এর গতি ভায়রোনের চাইতেও ৭ মাইল/ঘণ্টা বেশি। পৃথিবীর সবচাইতে দ্রুতগতির গাড়িগুলোর মধ্যে অন্যতম একটি গাড়ি।
২। বুগাত্তি ভেরন সুপার স্পোর্ট
সর্বোচ্চ গতিঃ ২৬৭ মাইল প্রতি ঘণ্টায়
০-৬২ মাইল/ঘণ্টা- তথ্য নেই
২০১০ সালে কোম্পানির পরীক্ষামূলক রেসিং ট্র্যাকে বুগাত্তি ভেরন সুপার স্পোর্টের সর্বোচ্চ গতি নির্ণয় করা হয়েছিল। তবে কেউ যদি এই গাড়িটি কিনে থাকেন, তাহলে সে সর্বোচ্চ গতি পাবেন ২৫৮ মাইল প্রতি ঘন্টা। টায়ারের সুরক্ষার জন্য গতির এই সীমাবদ্ধতা বেঁধে দিয়েছিল বুগাত্তি ভেরন।
৩। এসএসসি আলটিমেট অ্যারো
সর্বোচ্চ গতিঃ ২৫৭ মাইল প্রতি ঘণ্টায়
০-৬০ মাইল/ঘণ্টা- ২.৮ সেকেন্ড
দ্রুতগতির গাড়ি তৈরিতে ইরোপিয়ান গাড়ি নির্মাতা দেশগুলোর সুখ্যাতি থাকলেও, সর্বোচ্চ গতির গাড়ির লিস্টের উপরের দিকেই আছে জাপানে তৈরি একটি গাড়ি। বিশ্বাস করুন বা না’ই করুন, ভি এইট ইঞ্জিনের এবং ১২৮৭ হর্সপাওয়ারের এই গাড়িটি তৈরি করেছে জাপানের ওয়াশিংটন স্টেট।
https://bangla-bnb.saturnwp.link/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b0-%e0%a7%a9-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%95%e0%a7%83%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b8%e0%a7%8d/
৪. বুগাত্তি ভেরন ১৬৪
সর্বোচ্চ গতিঃ ২৫৩ মাইল প্রতি ঘণ্টায়
০-৬০ মাইল/ঘণ্টা- ২.৫ সেকেন্ড
আশ্চর্য হবার মতো কিছু না, বুগাত্তি ভেরন মানেই যেন দ্রুতগতির গাড়ি। বুগাত্তি ভেরন ১৬৪ মডেলের গাড়িটি পৃথিবীর সবচাইতে গতিময় গাড়ি তো বটেই। ১২ মিলিয়ন ডলারের গাড়িটি পৃথিবীর সবচাইতে দামি গাড়িগুলোর মধ্যে একটি।