বর্তমানে সেরা কমিউটার মোটরসাইকেলের কথা যদি বলা হয় তাদের সবার মাথায় প্রথমে আসে হিরো স্প্লেন্ডারের নাম। তবে তারপরেই যার নাম আসে সেটা হল হোন্ডা সাইন। প্রায় এই দুই সংস্থা একে অপরকে টেক্কা দেয়। তবে এবার পুজোর আগেই বাজারে অন্যান্য বাইক সংস্থাকে টেক্কা দিতে এই কোম্পানি নজর দিয়েছে তাদের মিড সেগমেন্টে।
এই মুহূর্তে কোম্পানির মধ্যবিত্ত গ্রাহকদের কথা মাথায় রেখে নিয়ে আনতে চলেছে নয়া এক বাইক। এই বিষয়ে বিস্তারিত না জানা গেলেও সম্প্রতি সোশ্যাল মিডিয়া একাউন্টে একটি ছোট টিজার প্রকাশ করেছে সংস্থা সেখান থেকেই উঠে এসেছে বাইকটির বিভিন্ন তথ্য এক নজরে সেগুলি দেখে নেয়া যাক।
পাওয়ার এবং tork- প্রকাশিত টিজারে বাইকের পাওয়ার ট্রেন এবং দাম সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি। তবে অনুমান করা হচ্ছে বাইকটি 160cc থেকে ১৮০cc সেগমেন্টের হবে যা উচ্চশক্তি ও টর্ক উৎপন্ন করবে।
কর্ম ক্ষমতা- HONDA এবার তাদের বাইকের কর্মক্ষমতার ওপর নজর দিয়েছে। খারাপ রাস্তাতেও যাতে কমফোর্টের সাথে বাইকটি চালানো যায় তার জন্য উচ্চ কর্ম ক্ষমতা দিয়ে নতুন বাইক ডিজাইন করা হয়েছে।
অন্যান্য বৈশিষ্ট্য- ডিস্ক ব্রেক সহ নিরাপত্তার জন্য এবিএস দেওয়া হচ্ছে। উন্নত বৈশিষ্ট্যের কথা বললে ডিজিটাল কনসোল, এলইডি লাইট, টার্ন ইন্ডিকেটর সকল উন্নত ফিচার মজুত থাকবে।
গতি মাইলেজ দাম- আশা করা হচ্ছে এর দাম রাখা হবে এক লক্ষ টাকা। গতি ও মাইলেজের কথা বললে সূত্রে খবর মিলছে বাইকটি প্রায় ৪৫kmpl এর মাইলেজ দেবে।