এবার বাজারে আসল হুন্ডাই-এর নতুন গাড়ি Hyundai Exter। হুন্ডাই সংস্থার এটি একটি নয়া পালক। এই গাড়িটি জ্বালানি তেলে যেমন চলবে তার পাশাপাশি CNG ভ্যারিয়েন্টে লঞ্চ করল হুন্ডাই। এবার বাজারে টাটা সহ একাধিক গাড়ির সঙ্গে প্রতিযোগিতায় নামতে চলেছে এই গাড়ি। ইতিমধ্যে গাড়ির বুকিং শুরু হয়ে গিয়েছে। তবে জেনে নেওয়া যাক এমন কি কি সুবিধা রয়েছে এই গাড়িতে। এই গাড়ির সমস্ত বিষয় নিয়ে কৌতুহল রয়েছে সকলের।
সম্প্রতি এরকম দু’টি গাড়ি লঞ্চ করল মারুতি ও টাটা, আর সেগুলি হল Maruti Fronx এবং Tata Punch। এবার এই দৌড়ে যোগ দিল হুন্ডাই। এবার Hyundai Exter গাড়িতে থাকছে নতুন LED টেল লাইট, H আকারের DRL, ডায়মন্ড কাট অ্যালয় হুইল ছাড়াও মিলবে ডিজিটাল ক্লাস্টার, ৮ ইঞ্চি HD টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম, ওয়্যার লেস চার্জার,ইলেকট্রিক সানরুফ, হিল অ্যাসিস্ট,টায়ার প্রেশার মনিটরিং সিস্টেম, ইলেকট্রনিক স্টেবিলিটি কন্ট্রোল ইত্যাদি।
গাড়ির ইঞ্জিন হিসেবে দেওয়া হয়েছে ১.২ লিটার কাপ্পা পেট্রোল ইঞ্জিন। ইঞ্জিনটি সর্বাধিক ৬১ কিলোওয়াট শক্তি ও ১১৩,৮ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে সক্ষম। এছাড়া মিলবে ম্যানুয়াল ট্রান্সমিশন ও অটোমেটিক ট্রান্সমিশনের বিকল্প। গাড়িটি ম্যানুয়াল ট্রান্সমিশনে ১৯.৪ কিলোমিটার ও অটোমেটিক ট্রান্সমিশনেম ১৯.২ কিলোমিটার মাইলেজ দেবে।
এটির দ্বিতীয় ইঞ্জিনটি ১.২ লিটার বাই-ফুয়েল কাপ্পা পেট্রোল ইঞ্জিন যা ২৭ কিলোমিটার মাইলেজ দেয়। গাড়িটির দাম জানা গিয়েছে ১০ লক্ষ টাকার মধ্যে। এটির বেস ভ্যারিয়েন্টের দাম শুরু ৫.৯৯ লক্ষ টাকা থেকে। গাড়িটির টপ ভ্যারিয়েন্টের দাম ৯.৩১ লক্ষ টাকা। গাড়িটি মোট সাতটি ভ্যারিয়েন্টে বাজারে আনা হয়েছে।