আপনি নিশ্চয়ই জানেন যে যে কোন পরীক্ষার প্রস্তুতির জন্য কারেন্ট অ্যাফেয়ার্স ও সাধারণ জ্ঞানের প্রশ্নগুলি জেনে রাখা কতটা প্রয়োজন। এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং বা যেকোনো ধরনের প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই ধরনের প্রশ্নগুলি আসে, এমনকি ইন্টারভিউতেও করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো।
১) প্রশ্নঃ ভারতের ব্যস্ততম বিমান বন্দর কোনটি?
উত্তরঃ মুম্বাইয়ের বিমানবন্দর।
২) প্রশ্নঃ ইটানগর কোন রাজ্যের রাজধানী?
উত্তরঃ অরুণাচল প্রদেশের।
৩) প্রশ্নঃ কোন শহর কমলার রাজধানী হিসেবে পরিচিত?
উত্তরঃ নাগপুর।
৪) প্রশ্নঃ ভগবত গীতা প্রথম ইংরেজিতে অনুবাদ করেন কে?
উত্তরঃ স্যার চার্লস উইলকিন্স।
৫) প্রশ্নঃ ভারতীয় সংবিধান অনুযায়ী কাকে ‘এমার্জেন্সি লাইট’ বলা হয়?
উত্তরঃ ভারতের রাষ্ট্রপতি কে।
৬) প্রশ্নঃ পাকিস্তানের দীর্ঘতম নদীটির নাম কি?
উত্তরঃ সিন্ধু নদী।
৭) প্রশ্নঃ কোন শহরকে মোটর গাড়ি শহর বলা হয়?
উত্তরঃ আমেরিকার ডেট্রয়েট কে।
৮) প্রশ্নঃ ‘অর্ধনগ্ন ফকির’ কাকে বলা হয়?
উত্তরঃ গান্ধীজিকে।
৯) প্রশ্নঃ ২৬শে জানুয়ারি কে পতাকা উত্তোলন করেন?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১০) প্রশ্নঃ ভারতের কোন গ্রামে এখনো সংস্কৃত ভাষায় কথা বলা হয়?
উত্তরঃ কর্নাটকের মাত্তুর গ্রামে।
১১) প্রশ্নঃ পৃথিবীতে এক চেহারার কতজন মানুষ পাওয়া যায়?
উত্তরঃ ৭ জন।
১২) প্রশ্নঃ কোন ফলটি একদিনে পেকে যায়?
উত্তরঃ টমেটো।
১৩) প্রশ্নঃ কোন গাছের কাঠ কখনো পোড়ানো যায় না?
উত্তরঃ কলা গাছ।
১৪) প্রশ্নঃ কোন দেশে রবিবার ছুটি থাকে না?
উত্তরঃ ইয়েমেন দেশ।
১৫) প্রশ্নঃ ভারতের সবচেয়ে বড় পদের সরকারি চাকরি কোনটি?
উত্তরঃ IAS, যার পূর্ণরূপ হল – ভারতীয় প্রশাসনিক পরিষেবা (Indian Administrative Service)।