অনেকেই সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তবে চাকরি পাওয়ার জন্য পড়াশোনা ও নিয়ম-শৃঙ্খল জীবন অবশ্যই দরকার। বিভিন্ন বিষয়ে জ্ঞান থাকা চাকরির পরীক্ষায় সহায়ক হয়ে ওঠে। এমনকি সাধারণ জ্ঞানের বিভিন্ন প্রশ্ন ও উত্তর আমাদের প্রত্যেকের জেনে রাখতে উচিত চাকরির পরীক্ষার জন্য। ইন্টারভিউ রাউন্ডে আমাদের সাধারণ জ্ঞানের প্রশ্ন জিজ্ঞাসা করা হয়।
ইন্টারভিউ রাউন্ডে যদি আমরা সেইসব প্রশ্নের সঠিক উত্তর দিতে না পারি তাহলে চাকরি লাভ পূর্ণিমার চাঁদের ঝলসানো রুটি হয়েই থেকে যায়। তাই অনেকেই রয়েছেন যারা নিয়মিত সাধারণ জ্ঞানের প্রশ্ন ও উত্তর চর্চা করে থাকেন। তাদের কথা মাথায় রেখে আমরা বিভিন্ন প্রতিবেদনে সরকারি চাকরির পরীক্ষার সাধারণ জ্ঞানের সম্ভাব্য প্রশ্ন ও উত্তর আলোচনা করছি। চলুন আজও তেমন কিছু প্রশ্ন ও উত্তর দেখে নেওয়া যাক।
১) প্রশ্নঃ অতীতে কলকাতা থেকে লন্ডন পর্যন্ত যে বাসটি যাতায়াত করত তার নাম কি?
উত্তরঃ আলবার্ট, এই দূরত্ব অতিক্রম করতে মোট ৪৫ দিন লাগত।
২) প্রশ্নঃ ভোটের কালি কোথায় প্রস্তুত করা হয়?
উত্তরঃ কর্ণাটকের মহীশুরের একটি কোম্পানি ভোটের কালি তৈরি করে।
৩) প্রশ্নঃ জনসংখ্যার বিচারে এশিয়ার বৃহত্তম গ্রাম কোনটি?
উত্তরঃ উত্তরপ্রদেশের গাজীপুর জেলার গাহমার গ্রামটি এশিয়ার বৃহত্তম গ্রাম, যেখানে জনসংখ্যা প্রায় ২০ হাজার।
৪) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে হাসিখুশি প্রাণীটির নাম কি?
উত্তরঃ কুয়োকা (Quokka)কে বিশ্বের সবচেয়ে হাসিখুশি প্রাণী বলা হয়ে থাকে, যা অস্ট্রেলিয়ায় পাওয়া যায়।
৫) প্রশ্নঃ জানেন বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানের মধু কোথায় পাওয়া যায়?
উত্তরঃ হিমালয়ের মধুকে বিশ্বের সবচেয়ে উৎকৃষ্ট মানের মধু বলে গণ্য করা হয়।
৬) প্রশ্নঃ মানুষ না বাঘ কার দৃষ্টি শক্তি ভালো?
উত্তরঃ বাঘের দৃষ্টি শক্তি মানুষের চেয়েও ছয় গুণ বেশি।
৭) প্রশ্নঃ কোন প্রাণীর ধমনীর মধ্যে মানুষ সহজেই প্রবেশ করতে পারে?
উত্তরঃ একটি পূর্ণাঙ্গ নীল তিমির ধমনী এতটাই মোটা যে, মানুষ সহজেই প্রবেশ করতে পারে।
৮) প্রশ্নঃ প্রাচীনকালে ভারত কে কি নামে ডাকা হতো?
উত্তরঃ ‘সোনার পাখি’।
৯) প্রশ্নঃ বিশ্বের সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি?
উত্তরঃ গ্রাফিনি।
১০) প্রশ্নঃ কোন ভারতীয় সঙ্গীতশিল্পী ১৫০০ এর বেশি শিশুর হার্টের অপারেশন করিয়েছেন?
উত্তরঃ পলক মুছল।
১১) প্রশ্নঃ জানেন বিশ্বের সর্বোচ্চ বিল্ডিং বুর্জ খলিফাতে কোন কোম্পানির স্টিল ব্যবহার হয়েছে?
উত্তরঃ টাটা কোম্পানির স্টিল।
১২) প্রশ্নঃ কার জন্মদিন উপলক্ষে শিক্ষক দিবস পালন করা হয়?
উত্তরঃ ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণন।
১৩) প্রশ্নঃ বিশ্বের কোন দেশটি নামে মহাসাগর রয়েছে?
উত্তরঃ ভারতই একমাত্র দেশ যার নামে, ভারত মহাসাগর রয়েছে।
১৪) প্রশ্নঃ ভারতে শহীদ দিবস পালিত হয় কবে?
উত্তরঃ ১৯৩১ সালের ২৩ মার্চ, যেদিন ভগত সিং, সুখদেব, এবং রাজগুরু ভারতের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছিলেন, সেই দিনটিকে শহীদ দিবস বলা হয়।
১৫) প্রশ্নঃ জানেন ভারতের শেষ রাস্তা কোনটি?
উত্তরঃ ধনুশকোডি হল তামিলনাড়ুর (Tamilnadu) রামেশ্বরমে অবস্থিত। এটি হল আমাদের দেশের শেষ রাস্তা। তবে ওই রাস্তার উল্টো দিকে শ্রীলিঙ্কা